কম দামে লঞ্চ হল Samsung Galaxy Z Flip 7 FE ফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Galaxy AI ফিচার

নিউইয়র্কে অনুষ্ঠিত Galaxy Unpacked 2025 ইভেন্টে আজ প্রত্যাশা মতোই লঞ্চ হল Samsung Galaxy Z Flip 7 FE। এটি সেইসব ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে, যারা কম দামে ফোল্ডেবল ফোন ব্যবহার করতে চান। এতদিন পর্যন্ত স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনগুলি প্রিমিয়াম রেঞ্জে পাওয়া যেত। তবে সংস্থাটি চেনা ছকের বাইরে এসে এবার বাজারে আনল এক নতুন ধরনের ফোল্ডেবল ফোন, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী, অথচ স্টাইল বা স্মার্টনেসে কোনও কমতি নেই। Galaxy Z Flip 7 সিরিজের অধীনেই এটি এসেছে, তবে ‘FE’ বা Fan Edition নাম থেকে স্পষ্ট যে, এই মডেলটি সবার নাগালের মধ্যে থাকবে।
Samsung Galaxy Z Flip 7 FE এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনস ২৪০০ চিপসেট। এর সামনে আছে ৩.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে, আর ভিতরে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ফোল্ডেবল প্রাইমারি স্ক্রিন। এই ডিসপ্লে ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট বদলাতে পারে এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস ২৬০০ নিট।
ডুয়েল সিমের সাথে আসা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফই ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা, যা ২x অপটিক্যাল জুম সাপোর্ট করবে, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ভিতরের স্ক্রিনে থাকছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্যামসাং-এর প্রোভিজ্যুয়াল ইঞ্জিন থাকায় এতে ‘নাইটোগ্রাফি’ ও ‘ডুয়েল প্রিভিউ’-র মতো ফিচারও সাপোর্ট করবে।
আবার এই ফ্লিপ স্মার্টফোনে Galaxy AI এর একগুচ্ছ স্মার্ট ফিচার পাওয়া যাবে। যার মধ্যে থাকবে লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং ব্রাউজিং অ্যাসিস্ট-এর মতো ইউজার-ফ্রেন্ডলি ফিচার। এমনকি থার্ড-পার্টি অ্যাপেও এবার থেকে এই AI ফিচারগুলো কাজ করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Z Flip 7 FE এর বিল্ড কোয়ালিটিও বেশ মজবুত, এতে আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। সাছে রয়েছে আইপি৪৮ রেটিং।
Samsung Galaxy Z Flip 7 FE এর দাম ও লভ্যতা
Samsung Galaxy Z Flip 7 FE এখন থেকেই প্রি-রিজার্ভ করা যাবে। আর জুলাই মাসের শেষ থেকে এর সেল শুরু হবে। ডিভাইসটির কালার অপশন হিসেবে থাকছে ক্লাসিক ব্ল্যাক আর হোয়াইট। যদিও এর দাম এখনও জানানো হয়নি।