Samsung আজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করল Galaxy Z Flip 7, Galaxy Z Fold 7 এবং Flip 7 FE। ইতিমধ্যেই আমরা প্রথম মডেলটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। এই প্রতিবেদনে Samsung Galaxy Z Flip 7 সম্পর্কে জানাবো। এতে আছে এক্সিনস ২৫০০ প্রসেসর, এজ-টু-এজ ৪.১ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪৩০০ এমএএইচ ব্যাটারি। আনফোল্ড করলে ফোনটি মাত্র ৬.৫ মিমি পাতলা হবে, যা আগের জেড ফ্লিপ ৬ থেকে আরও স্লিম।
ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এর দাম এখনো প্রকাশ করা হয়নি। শীঘ্রই এর মূল্য জানানো হবে। ডিভাইসটি ব্লু শ্যাডো, কোরাল রেড, জেট ব্ল্যাক এবং মিন্ট কালার অপশনে পাওয়া যাবে। তবে মিন্ট কালারটি কেবল স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এক্সক্লুসিভ পাওয়া যাবে। ফোনটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে, আর সেল শুরু হবে ২৫ জুলাই থেকে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ স্মার্টফোনে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স প্রাইমারি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিট ব্রাইটনেস অফার করে। এতে ৪.১ ইঞ্চি কভার স্ক্রিন সহ একই রিফ্রেশ রেট মিলবে, সঙ্গে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২-এর প্রটেকশন।
পারফরম্যান্সের জন্য এতে ৩ এনএম প্রযুক্তির এক্সিনস ২৫০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি র্যাম ও সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার দিকেও নজর দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা ২x অপটিক্যাল জুম সাপোর্ট করে। আর সেকেন্ডারি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ফ্লিপ স্মার্টফোনটি প্রোভিজুয়াল ইঞ্জিন সহ এসেছে, যেখানে AI প্রযুক্তির সাহায্যে ছবি তোলা, এডিটিং এবং কন্টেন্ট তৈরি অনেকটাই সহজ হয়ে যাবে। সঙ্গে রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, নোট অ্যাসিস্ট, কল অ্যাসিস্ট ও লাইভ ট্রান্সলেশন-এর মতো স্মার্ট টুল।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Flip 7 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। এতে আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম ও ফ্লেক্সহিঞ্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি আইপি৪৮ রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলোমুক্ত ও জলরোধী।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.