নতুন বছরে ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি এই বিষয়ে এখনও কিছু বিস্তারিত জানায়নি। তবে, শোনা যাচ্ছে Samsung Galaxy Z Flip FE বাজেট ফ্রেন্ডলি প্রাইসে বাজারে আসতে পারে। উল্লেখ্য, কোম্পানির “FE” সিরিজ বরাবরই ফ্ল্যাগশিপ মডেলের বিকল্প হিসাবে পরিচিত। এছাড়াও, অপেক্ষাকৃত কম দামে উন্নত হার্ডওয়্যার অফার করার জন্য বিখ্যাত।
Samsung Galaxy Z Flip FE কেমন হতে পারে
স্যামসাং প্রতি বছর ফ্লিপ ও ফোল্ড ফোনের নতুন এডিশন বাজারে আনে। গত বছর লঞ্চ হওয়া Galaxy Z Fold 6 স্পেশাল এডিশনের সাফল্য কোম্পানিকে এই সেগমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আপকামিক গ্যালাক্সি জেড ফ্লিপ এফই সংস্থার প্রথম এফই ফোল্ডেবল ফোন হতে চলেছে। প্রাথমিক একটি সূত্র দাবি করেছিল, এতে আপকামিং গ্যালাক্সি জেড ফ্লিপ 7-এর ডিসপ্লে ব্যবহার করা হবে। তবে সাম্প্রতিক প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে।
ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়ং দাবি করেছেন, স্যামসাং ফ্লিপ এফই মডেলে গ্যালাক্সি জেড ফ্লিপ 6-এর ডিসপ্লে প্যানেল ব্যবহার করতে পারে। এর ফলে উৎপাদন খরচ কমিয়ে আরও প্রতিযোগিতামূল মূল্যে ফ্লিপ এফই লঞ্চ করা যাবে। তবে দাম কম হলে দেখার বিষয়, ফোনের প্রসেসর ও ক্যামেরা স্পেসিফিকেশন কতটা উন্নত হবে। খুব তাড়াতাড়ি এই বিষয়গুলি সম্পর্কে জানা যাবে বলে আশা করা যায়।
স্যামসাংয়ের পরবর্তী আনপ্যাকড ইভেন্ট জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও গ্যালাক্সি জেড ফ্লিপ এফই লঞ্চ হতে এখনও দেরি। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে পারে। জল্পনা সত্যি হলে, Galaxy Z Flip FE সাশ্রয়ী ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাং-এর প্রবেশকে চিহ্নিত করবে।