সুখবর! প্রথম অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8 কাস্টম স্কিনের ফোন হবে Samsung Galaxy Z Fold 7

Samsung Galaxy Z Fold 7 নিয়ে গত কয়েকমাস ধরে জোর চর্চা চলছে। আগামী জুলাইয়ে এই ডিভাইসটি বাজারে আসতে পারে। তার আগে এখন ফোল্ডেবল ফোনটিকে গীকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক সাইটে খুঁজে পাওয়া গেছে, যার মডেল নম্বর SM-F966U। এখানে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম সহ উপস্থিত হয়েছে। আশা করা হচ্ছে এর সাথে One UI 8.0 কাস্টম স্কিন পাওয়া যাবে।
থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর
নতুন One UI ভার্সনে থার্ড-পার্টি লক স্ক্রিন উইজেট, উন্নত মাল্টিটাস্কিং সুবিধা এবং Samsung DeX-এর মাধ্যমে আরও উন্নত এক্সটারনাল ডিসপ্লে কন্ট্রোল থাকবে বলে জানা গেছে। আবার গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে, Samsung Galaxy Z Fold 7 স্মার্টফোনে ‘Sun’ কোডনেম যুক্ত মাদারবোর্ড ব্যবহার করা হবে, অর্থাৎ এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট হবে। এতে ১৬ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে।
Samsung Galaxy M56 5G আগামী ১৭ই এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর পাশাপাশি স্যামসাং ভারতে আগামী ১৭ই এপ্রিল গ্যালাক্সি এম৫৬ ৫জি স্মার্টফোনটি আনতে চলেছে। ইতিমধ্যেই এর মাইক্রোসাইট অ্যামাজন ইন্ডিয়ায় লাইভ হয়েছে। এটি হবে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে আসা সবচেয়ে স্লিম ফোন।
ফিচারের কথ বললে, স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ডিভাইসে ভিশন বুস্টার প্রযুক্তিসহ sAMOLED+ ডিসপ্লে। ডিসপ্লেল প্রোটেকশনের জন্য দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ৮ জিবি র্যাম এবং এক্সিনস ১৪৮০ প্রসেসর দেওয়া হবে।