আজ Galaxy Unpacked ইভেন্টে Samsung লঞ্চ করল তাদের নতুন ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 7। এটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি আগের মডেলগুলিরর তুলনায় আরও হালকা ও পাতলা। খোলার পর ডিভাইসটি মাত্র ৪.২ মিমি পুরু, আর ওজন মাত্র ২১৫ গ্রাম। এদিকে Samsung Galaxy Z Fold 7 ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, কর্নিং গরিলা গ্লাস সিরামিক ২ প্রোটেকশন ও ৪৪০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেলটি ব্লু শ্যাডো, জেটব্ল্যাক ও সিলভার শ্যাডো কালার অপশনে এসেছে। আবার অনলাইন অনলাইন ক্রেতাদের জন্য অতিরিক্ত মিন্ট কালার অপশন বিকল্প হিসেবে থাকবে। নতুন এই ফোল্ডেবল ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। ভারতে এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে। এতে ৮ ইঞ্চি কোয়াড এক্সটেন্ডেড গ্রাফিক্স অ্যারে প্লাস ডায়নামিক অ্যামোলেড 2X Infinity Flex ইনার ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৬০০ নিটস পর্যন্ত। বাইরের কভার স্ক্রিনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যাতে ২১:৯ অ্যাসপেক্ট রেশিও আর ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর ও সর্বোচ্চ ১৬ জিবি র্যাম রয়েছে। ডিভাইসটি আর্মার ফ্লেক্সহিঞ্জ সহ এসেছে, যা একে আরও টেকসই করে তুলবে। এতে পাওয়া যাবে একাধিক AI ফিচার- জেমিনি লাইভ, সার্কেল টু সার্চ, ড্রয়িং অ্যাসিস্ট, রাইটিং অ্যাসিস্ট, এবং এআই রেজাল্ট ভিউ।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Z Fold 7 এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার সঙ্গে আছে কোয়াড পিক্সেল অটোফোকাস, OIS সাপোর্ট এবং ৮৫ ডিগ্রির ফিল্ড অব ভিউ। সাথে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফির জন্য সামনে ও ভেতরের ডিসপ্লেতে দুটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 7 ফোল্ডেবল ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করবে। স্যামসাং দাবি করেছে, মাত্র ৩০ মিনিটেই এর ব্যাটারির অর্ধেক চার্জ হয়ে যাবে।
ডিভাইসটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, এলটিই, ওয়াই-ফাই ৭, ও ব্লুটুথ ৫.৪। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্মার্টফোনটি আইপি৪৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিংসহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.