১৫ থেকে ২০ হাজার টাকার কমে Samsung ও OnePlus স্মার্টফোন, রয়েছে ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা

এই মুহূর্তে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে Samsung এবং OnePlus হল অন্যতম দুটি জনপ্রিয় ব্র্যান্ড। নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং সেরা ক্যামেরার জন্য এই কোম্পানিদুটোর ফোন এখন মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। তাই আপনি যদি এই সময়ে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ব্র্যান্ডের যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন। এখানে আমরা স্যামসাং এবং ওয়ানপ্লাসের বেশ কয়েকটি স্মার্টফোন সম্পর্কে বলবো, যেগুলো ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা এবং ৮০ ওয়াট পর্যন্ত চার্জিং ক্ষমতা সহ বাজারে উপস্থিত।
২০ হাজার টাকার কমে ওয়ানপ্লাস ফোন
OnePlus Nord CE 4 Lite 5G
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অ্যামাজনে দাম ১৭,৯৯৭ টাকা। এতে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।
OnePlus Nord CE 3 Lite 5G
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৮৯ টাকা। এই মডেলে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে রয়েএএ ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
২০ হাজার টাকার মধ্যে স্যামসাং ফোন
Samsung Galaxy A16 5G
স্যামসাংয়ের এ সিরিজের এই স্মার্টফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy M55s 5G
এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ১৮,৩৯০ টাকা। ফিচার হিসেবে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ক্যামেরা এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy M35 5G
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি হ্যান্ডসেটের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৫,৪৯৯ টাকা। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।