যদি আপনি নতুন স্মার্টফোন কিনতে চান এবং বাজেট ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে থাকে, তাহলে এখনই কিনে নিন। আসলে চলমান অ্যামাজন প্রাইম ডে সেলে কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফোন বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ১৪ জুলাই পর্যন্ত চলা এই সেলে Samsung, Realme আর OnePlus এর বেশ কিছু মডেল কুপন ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস সহ পাওয়া যাচ্ছে। তবে এক্সচেঞ্জ অফার কতটা ছাড় পাওয়া যাবে সেটা নির্ভর করবে আপনার পুরোনো ফোনের ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
অ্যামাজন প্রাইম ডে সেলে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কম দামে কেনার সুযোগ আছে। এর দাম ১৮,৯৯৮ টাকা হলেও সেল উপলক্ষে পাওয়া যাচ্ছে ১,৫০০ টাকার কুপন ডিসকাউন্ট, সঙ্গে ৯৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর পাশাপাশি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে বাড়তি ছাড়ও পাওয়া যাবে। এই ডিভাইসে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও IP69 রেটিং।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এর দাম ১৭,৯৯৬ টাকা হলেও। অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোনটি ১,২৫০ টাকার পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ৮৯৯ টাকা ক্যাশব্যাক অফার সহ কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১৭,০৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। ফিচার হিসেবে এই ফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি বড় ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫ছি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে মাত্র ১৭,৪৯৯ টাকায়। এর সাথে মিলবে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট ও ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার। এছাড়াও সর্বোচ্চ ৮৭৪ টাকা ক্যাশব্যাক এবং দারুণ এক্সচেঞ্জ বোনাসও আদায় করে নেওয়া যেতে পারে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ও ৬.৭ ইঞ্চি সুপার AMOLED+ ডিসপ্লে উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.