মোবাইল

বাজেট নিয়ে চিন্তা নেই? Samsung, Oppo, OnePlus সহ বাজারের সেরা ৮ ফোন পাওয়া যাচ্ছে সস্তায়

Published on:

smartphones under 40000 rupees

এখন অনেকেই নতুন ফোন কেনার সময় বাজেট নিয়ে চিন্তা করে না। আপনিও যদি সেই দলে থাকেন এবং নিজের জন্য মিড-প্রিমিয়াম সেগমেন্টে একটি চমৎকার ডিভাইস কিনতে চান, তাহলে আমরা আপনার কাজটি সহজ করে দিচ্ছি। কারণ এই প্রতিবেদনে আমরা ৪০ হাজার টাকার কমে বিক্রি হওয়া সেরা কয়েকটি ফোনের বিষয়ে বলবো, যেগুলি লোভনীয় ছাড়ে এখন পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A55 5G

স্যামসাং এ-সিরিজের এই ফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ৩৯,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এতে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৪৮০ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy S23 FE 5G

স্যামসাংয়ের ফ্যান এডিশন ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী ফিচার উপস্থিত। এই ডিভাইসটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে ৩২,৯৫৮ টাকায় অর্ডার করা যাবে।

Motorola Edge 50 Pro

মোটোরোলা ফোনটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৩১,৯৯৯ টাকা। এতে ৫০ মেগাপিক্সেল AI পাওয়ারড ক্যামেরা এবং প্যান্টোন কালার উপস্থিত। এই ফোনটি ৬.৭ ইঞ্চি পিওলেড কার্ভড ডিসপ্লে সহ এসেছে।

OnePlus Nord 4 5G

মেটাল বিল্ড সহ আসা এই ডিভাইসের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩১,৯৭৮ টাকায় কেনা যেতে পারে। এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরের পাশাপাশি ৫৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে।

OnePlus 12R 5G

প্রিমিয়াম ডিজাইনযুক্ত এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এটি ৩৯,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

Google Pixel 7a

পাওয়ারফুল ক্যামেরা সহ ফোনটি বিশেষ ছাড়ের পরে ৩১,৯৯৯ টাকায় কেনা যেতে পারে। এতে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স সহ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং গুগল টেন্সর G2 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৩৮৫ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Oppo Reno 11 Pro 5G

ওপ্পো রেনো লাইনআপের ফোনে দুর্দান্ত ৫০ মেগাপিক্সেল + ৩২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ও কার্ভড ডিসপ্লে আছে।

iQOO Neo 7 Pro

ভিভোর সাব ব্র্যান্ডের এই ফোনের দাম ৩৫,৩৯১ টাকা রাখা হয়েছে এবং এর সাথে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। ডিভাইসে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।