মোবাইল

22 জানুয়ারি লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 সিরিজের প্রতিটি মডেলের দাম

Published on:

samsung-unpacked-2025-galaxy-s25-s25-plus-s25-ultra-price-specs-leaked

Samsung-এর বার্ষিক গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে ভারত সহ গ্লোবাল মার্কেটের জন্য Galaxy S25 সিরিজ প্রকাশ হবে বলে আশা করা যায়। প্রতিবারের মতো চলতি বছরেও এই লাইনআপে তিনটি মডেল আসবে – Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra। যদিও সিরিজে Galaxy S25 Slim নামে চতুর্থ মডেলের ব্যাপারে শোনা যাচ্ছে। অফিসিয়াল লঞ্চ এগিয়ে আসতেই, Samsung Galaxy S25 সিরিজের দাম অনলাইনে ফাঁস হয়েছে।

Samsung Galaxy S25 সিরিজের দাম (সম্ভাব্য)

ভারত ও ইউরোপের মধ্যে দামের পার্থক্য থাকলেও, ইউরোপে স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজের প্রাইস লিক একটা খরচের ধারণা দিয়েছে। ফাঁস হওয়া রিটেল লিস্টিং অনুযায়ী, Galaxy S25 মডেলের বেস 128 জিবি ভার্সনের দাম হবে 964 ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,000 টাকা। এছাড়া, 256 জিবি ও 512 জিবি সংস্করণের মূল্য হবে যথাক্রমে 1,026 ইউরো (প্রায় 91,000 টাকা) এবং 1,151 ইউরো (প্রায় 1,01,000 টাকা)।

WhatsApp Community Join Now

অন্যদিকে, Galaxy S25+ মডেলের দাম শুরু হবে 1,235 ইউরো (প্রায় 1,09,000 টাকা) থেকে, যা 256 জিবি স্টোরেজের। আর 512 জিবি অপশন কিনতে খরচ হবে 1,359 ইউরো (1,20,000 টাকা)। এই লাইনআপের টপ মডেল, Galaxy S25 Ultra-র স্টার্টিং প্রাইস হবে 1,557 ইউরো (প্রায় 1,38,000 টাকা)। তবে 1 টেরাবাইট স্টোরেজের দাম পড়বে 1,930 ইউরো, টাকার অঙ্কে যা 1,70,000-এর কাছাকাছি।

উল্লেখ্য, Galaxy S25 ও Galaxy S25+ স্মার্টফোন দুটির কালার অপশনের মধ্যে আইসি ব্লু, মিন্ট, নেভি, এবং সিলভার থাকবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, দামি হওয়ার কারণে Ultra মডেলটি প্রিমিয়াম শেড যেমন টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, এবং টাইটেনিয়াম সিলভার ব্লু রঙে লঞ্চ হতে পারে। ভারতে তিনটি ফোনেরই অগ্রিম অর্ডার শুরু হয়ে গিয়েছে। 5,000 টাকা দিয়ে বুক করা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন