স্যামসাংয়ের লেটেস্ট W সিরিজের ফোল্ডেবল ফোন হিসেবে আজ চীনে লঞ্চ হয়েছে Samsung W26। এটি Samsung Galaxy Z Fold লাইনআপের ওপর ভিত্তি করে তৈরি। ডিভাইসটির স্পেসিফিকেশন এবং বিল্ড গত জুলাইয়ে উন্মোচিত বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনের মতোই। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে এবং ৬.৫ ইঞ্চির কভার স্ক্রিন রয়েছে। এটি Samsung Galaxy Z Fold 7 এর মতো কাস্টম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট অফ গ্যালাক্সি চিপসেট এবং ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। তবে ব্র্যান্ডের গ্লোবাল ফোল্ডেবল মডেলটির মতো Samsung W26 এর স্টোরেজ স্পেস বেশি এবং এটি সরাসরি স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট সহ লঞ্চ হয়েছে। আসুন এই নয়া ফোনটির দাম এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
Samsung W26 এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ১৬,৯৯৯ ইউয়ান (প্রায় ২,১১,৬০০ টাকা)। আর উচ্চতর ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভার্সনটির পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ ইউয়ান (প্রায় ২,৩৬,৫০০ টাকা) মূল্যে। চীনে স্মার্টফোনটি স্যামসাংয়ের ওয়েবসাইটে ড্যান শিহং (লাল এবং সোনালী) এবং জুয়ান ইয়াও ব্ল্যাক (কালো এবং সোনালী) কালার অপশনগুলিতে কেনার জন্য উপলব্ধ।
Samsung W26 মডেলে আছে ৮ ইঞ্চি ইনার অ্যামোলেড ডিসপ্লে, যা কিউএক্সজিএ+ (১,৯৬৮×২,১৮৪ পিক্সেল) রেজোলিউশন অফার করে। আর বাইরে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি প্লাস (১,০৮০×২,৫২০ পিক্সেল) কভার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ২,৬০০ নিট। পারফরম্যান্সের জন্য, স্যামসাং এই ডিভাইসে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর, যার সাথে ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলে। এই ফোল্ডেবল ফোনে স্মার্ট কালেকশন, স্মার্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং স্মার্ট পাসওয়ার্ড ম্যানেজারের মতো বেশ কয়েকটি গ্যালাক্সি এআই ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, Samsung W26 হ্যান্ডসেটে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি আউটার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ভেতরের ফোল্ডেবল স্ক্রিনে ১০ মেগাপিক্সেল সেন্সর অবস্থান করছে এবং কভার স্ক্রিনে আরেকটি ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান।
উল্লেখযোগ্যভাবে, Samsung W26 চীনের মোবাইল কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম, টিয়ানটং (Tiantong)-এর মাধ্যমে সরাসরি স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করে, যা গ্লোবাল মার্কেটে উপলব্ধ Samsung Galaxy Z Fold 7 মডেলে নেই। ফলে মোবাইল নেটওয়ার্ক উপলব্ধ নেই এমন অঞ্চলেও চীনা মডেলটিকে ইমারজেন্সি কলিং এবং মেসেজিংয়ের জন্য ব্যবহার করা যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung W26 ফোল্ডিং ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছ, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আনফোল্ড করা অবস্থায় এর পরিমাপ ১৫৮.৪×১৪৩.২×৪.২ মিলিমিটার এবং ফোল্ড করা থাকলে এর পরিমাপ ১৫৮.৪×৭২.৮×৮.৯ মিমি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.