আপনি যদি ভালো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই Google Pixel লাইনআপের ডিভাইসগুলি বেছে নিতে পারেন। আর এই মুহূর্তে ২৬ হাজার টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে এই লাইনআপের Pixel 8 স্মার্টফোন। শুধু তাই নয়, আপনি যদি ব্যাঙ্ক অফারের সুবিধা পেয়ে যান, তাহলে এই ছাড়ের মূল্য বেড়ে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে। ভালো ক্যামেরা ছাড়াও স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিচার অফার করবে। সম্প্রতি এটি অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পেয়েছে।
Google Pixel 8 অনেক অফারে পাওয়া যাচ্ছে
ভারতীয় বাজারে গুগল পিক্সেল ৮ লঞ্চ হয়েছিল ৭৫,৯৯ টাকায়। তবে এটি ফ্লিপকার্টে সীমিত সময়ের জন্য ৪৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার ক্রেতারা যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে দেওয়া হবে ৫ শতাংশ ক্যাশব্যাক।
শুধু তাই নয়, ক্রেতারা এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ২৮,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই মূল্য নির্ভর করে পুরনো ফোনের মডেল এবং এর অবস্থার ওপর। ফোনটি হ্যাজেল, মিন্ট, অবসিডিয়ান এবং রোজ কালার অপশনে পাওয়া যাবে।
Google Pixel 8 এর স্পেসিফিকেশন
পিক্সেল ৮ স্মার্টফোনে ৬.২ ইঞ্চি ফুল এইচডি + ওএলইডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেনসর জি৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ফটোগ্রাফির জন্য এর পিছনে প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫৭৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।