মোবাইল

সবচেয়ে বেশি বিক্রি হওয়া Motorola Edge 50 সিরিজে বাম্পার ছাড়, তাড়াতাড়ি কিনুন

Published on:

Save upto Rs 2000 on Motorola Edge 50 series from Flipkart Republic Day Sale 2025

মোটোরোলার সর্বাধিক বিক্রিত Edge 50 সিরিজ বর্তমানে দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই সিরিজের দুটি ফোন এখন ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি Motorola Edge 50 সিরিজ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এগুলি চরম তাপও সহ্য করতে পারে। আসুন স্মার্টফোনগুলি কত দামে বাড়ি নিয়ে আসা যাবে দেখে নেওয়া যাক।

Motorola Edge 50 Neo এর উপর অফার

WhatsApp Community Join Now

মোটোরোলা এজ ৫০ নিও-র এই ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট সেলে ২০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার আছে। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এই হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড / ম্যাক্রো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। নতুন মোটোরোলা ফোনে ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Motorola Edge 50 এর সাথে দারুন অফার

গরিলা গ্লাস ৫ এর সাথে আসা এই মোটোরোলা ফোনটি ফ্লিপকার্টে ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই মুল্য এজ ৫০ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

এই ফোনের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এই প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন