জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Sharp লঞ্চ করল Aquos সিরিজের নতুন দুটি স্মার্টফোন – Aquos R10 ও Aquos Wish 5। এরমধ্যে প্রথম মডেলটি প্রিমিয়াম ফিচার অফার করে এবং দ্বিতীয় ফোনটি বাজেট বান্ধব এবং এতে সাদামাটা ফিচার পাওয়া যাবে। এগুলিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০.৩ মেগাপিক্সেল পর্যন্ত রিয়ার ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। আসুন এদের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
Sharp Aquos R10 ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস প্রো IGZO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ থেকে ২৪০ হার্টজ এবং ব্রাইটনেস ৩০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে কপার-ভিত্তিক হিট ডিসিপেশন সিস্টেম উপস্থিত।
ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে AI-ভিত্তিক বেশ কিছু ফিচার রয়েছে – যেমন রিয়েল-টাইমে কল থেকে কিওয়ার্ড বের করে আনা বা স্মার্ট রিমাইন্ডার সাজেস্ট করা। ফটোগ্রাফির জন্য এতে ৫০.৩ মেগাপিক্সেল ডুয়েল সেন্সর পাওয়া যাবে, যার একটি ওয়াইড এবং অপরটি আলট্রা-ওয়াইড লেন্স। সামনে ৫০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাউন্ডের জন্য রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস এবং হাই-রেজ অডিও সাপোর্ট করে। ফোনটি জলরোধী ও ধুলোরোধী, সঙ্গে মিলিটারি-গ্রেড টেস্ট পাশ করেছে।
যারা একটু সাধারণ ফোন খোঁজেন, তাদের জন্য এসেছে Aquos Wish 5। এতে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত, সঙ্গে আছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এতে ভার্চুয়াল র্যাম এক্সপানশন ফিচারও রয়েছে।
শার্পের এই ফোনেও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ও AI-বেসড কল ফিল্টারিং সিস্টেম রয়েছে, যা স্প্যাম কল আটকায় ও ভয়েসমেলকে টেক্সটে রূপান্তর করে। এর পিছনে ৫০.১ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি জল ও ধুলো প্রতিরোধে অত্যন্ত সক্ষম এবং মিলিটারি গ্রেড টেস্টে উত্তীর্ণ। রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট।
এই ফোন দুটি জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাওয়া যাবে। Wish 5 এর বিক্রি শুরু হবে জুনের শেষদিকে থেকে, আর R10 কেনা যাবে জুলাইয়ের শুরু থেকে। যদিও এদের দাম এখনো প্রকাশ করেনি শার্প।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.