স্মার্টফোনের বাজারে এখন কম দামে দুর্দান্ত ফিচারের ফোন পাওয়া যায়। তাই আপনি যদি নিজের বা আপনার পরিবারের জন্য নতুন 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে বাজেট ১০,০০০ টাকা রাখলেই যথেষ্ট। হ্যাঁ, বাজারে 5G স্মার্টফোন এখন ১০ হাজার টাকার কম দামেও পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা ৯,০০০ টাকার নিচে অ্যামাজনে বিক্রি হওয়া সেরা কয়েকটি 5G স্মার্টফোনের বিষয়ে বলবো।
৯ হাজার টাকার মধ্যে ভালো ৫জি মোবাইল ফোন
Redmi A4 5G
আপনি অ্যামাজন থেকে রেডমি এ৪ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচারের দিক থেকে এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে। এর সাথে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ ৫জি প্রসেসর দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫১৬০ এমএএইচ, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
iQOO Z9 Lite 5G
অ্যামাজনে আইকো জেড৯ লাইট ৫জি এর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে এটি ৮,৪৯৯ টাকায় কেনা যাবে। এই ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে রয়েছে। এর সাথে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ।
itel Color Pro 5G
আপনি অ্যামাজন থেকে আইটেল কালার প্রো ৫জি এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ।