মোবাইল

বাজারের সেরা ক্যামেরা ফোন হবে Sony Xperia 1 VII? আসছে নতুন টেলিফটো ক্যামেরা সহ

Published on:

Sony Xperia 1 VII to features new telephoto camera launch timeline shared

সম্প্রতি Sony Xperia 1 VII ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। যেখান থেকে স্পষ্ট যে আসন্ন এই ডিভাইসে বড় ক্যামেরা আপগ্রেড দেখা যাবে। এখন আবার জনপ্রিয় এক টিপস্টার এই স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছে। তার দাবি Sony Xperia 1 VII চলতি বছরের মে বা জুনে বাজারে আসবে। এতে টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।

Sony Xperia 1 VII ফোনে থাকতে পারে ১/২ ইঞ্চি টেলিফটো সেন্সর

Esato ফোরামের একজন টিপস্টার বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে, আসন্ন Sony Xperia 1 VII ডিভাইসে ১/৩.৫ ইঞ্চি এক্সমোর আরএস সেন্সর এর পরিবর্তে ~১/২ ইঞ্চি টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। অর্থাৎ এই ক্যামেরা সেন্সরটি আরও উন্নত হবে।

কারণ এটি আরও বড় সেন্সর হবে। আর বড় সেন্সর উন্নত লো লাইট পারফরম্যান্স এবং শার্প ইমেজ ক্যাপচার করতে দেয়। আর আমরা জানি যে সনির ক্যামেরা সেন্সর মোবাইল দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। যদিও এই সেন্সরের রেজোলিউশন টিপস্টার বলেননি। তবে এর আগে‌ শোনা গিয়েছিল যে, সনি ১০০ মেগাপিক্সেল ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের উপরে কাজ করছে। আশা করা যায় আসন্ন ডিভাইসে এই দুই সেন্সরের মধ্যে কোনো একটি থাকবে।

এছাড়া ডিভাইসটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।তবে আশা করা যায় যে, এতে ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।