Sony Xperia 1 VIII লঞ্চের আগে উপস্থিত eSIM ডেটাবেসে, থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

Sony তাদের Xperia 1 স্মার্টফোন লাইনআপটিকে বরাবরই গ্রাহকদের কাছে আলাদাভাবে উপস্থাপিত করেছে। যারা মূলত নিয়ার স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স এবং প্রো-লেভেলের ক্যামেরা টুলগুলি একই ডিভাইসে পেতে চান তাদের জন্য এই লাইনআপটি উপযুক্ত। বর্তমানে আসন্ন Sony Xperia 1 VIII ফোনটিকে নিয়ে অনলাইনে জল্পনা শুরু হয়েছে। এটি কোয়ালকম-এর নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। আসুন এই সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Sony Xperia 1 VIII ডিভাইসে থাকবে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর

কোয়ালকমের সাম্প্রতিক সামিটে লঞ্চ হওয়া নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপটি আগের ৮ এলিট এর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে। এতে ২০% পর্যন্ত দ্রুত সিপিইউ পারফরম্যান্স, ২৩% দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং ৩৫% উন্নত পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। এটিকে ইতিমধ্যেই Xiaomi 17 সিরিজ ও Honor Magic 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ মডেলগুলিতে ব্যবহার করা হয়েছে। শীঘ্রই ফ্ল্যাগশিপ Samsung Galaxy S26 Ultra সহ iQOO 15 ও RedMagic 11 Pro এর মতো গেমিং-কেন্দ্রিক ফোনগুলি এই চিপের সাথে লঞ্চ হবে বলে জানা গেছে।

আজ আবার এই লিস্টে Sony Xperia 1 VIII-এর অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে এটি গেমিং ডিভাইস না হলেও, কোনমতেই পারফরম্যান্সের সাথে আপস করবে না। আর Xperia ফোনের বিশেষত্ব অর্থাৎ উন্নত ক্যামেরা ইউনিটের উপস্থিতি এটিকে জনপ্রিয় করে তুলবে।

Sony Xperia 1 VIII তিনটি মডেল নম্বর সহ সার্টিফিকেশন সাইটে উপস্থিত

জানিয়ে রাখি, Sony Xperia 1 VIII এর PM-1502-BV, PM-1503-BV, এবং এখন PM-1521-BV এর মতো মডেল নম্বরগুলিকে সম্প্রতি ই-সিম (eSIM) ডেটাবেসে দেখা গেছে। এই মডেল নম্বরগুলি গ্লোবাল এবং আঞ্চলিক বাজারের জন্য ধার্য করা হয়েছে।

যদিও সনি এখনও কিছু নিশ্চিত করেনি, তবে বিভিন্ন ডেটাবেসে Sony Xperia 1 VIII এর উপস্থিতি ইঙ্গিত দেয় যে এটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরটি সরাসরি Apple-এর নিজস্ব এ১৯ প্রো চিপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, যা ইঙ্গিত করে যে পরবর্তী Xperia ফোনটি কর্মক্ষমতার দিক থেকে শক্তিশালী হতে চলেছে।

তবে, এখনও Sony Xperia 1 VIII এর ক্যামেরার বিবরণ ও ডিজাইনের পরিবর্তন সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া সনি এটিকে উত্তর আমেরিকার বাজারে পুনরায় ফিরে আনবে কিনা তাও স্পষ্ট নয়। এবছর জুন মাসে Sony Xperia 1 VII আত্মপ্রকাশ করেছে, তাই যদি স্বাভাবিক সময়সূচী অনুসরণ করা হয় তাহলে Sony Xperia 1 VIII আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসতে পারে।