Sony Xperia 10 VII বড় ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে বড় ডিসপ্লে

শুক্রবার Sony Xperia 10 VII বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে। ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ৪২,০০০ টাকা থেকে। বিশেষ বিশেষ ফিচারের কথা বললে, ডুয়েল সিমের এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। আবার স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। আসুন Sony Xperia 10 VII এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Sony Xperia 10 VII এর দাম ও কালার অপশন
Sony Xperia 10 VII এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯৯ ইউরো (প্রায় ৪১,২০০ টাকা) এর অন্য একটি ভ্যারিয়েন্টের মূল্য ৪৪৯ ইউরো (প্রায় ৪৬,৩০০ টাকা)। যদিও এর স্টোরেজ অপশন সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটি হোয়াইট, ফিরোজা এবং চারকোল ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এটি শুরুতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাপান সহ কয়েকটি বাজারে উপলব্ধ হবে।
প্রি-অর্ডার তারিখ
Sony Xperia 10 VII স্মার্টফোনটি ১২ সেপ্টেম্বর থেকে কোম্পানির অফিসিয়াল রিটেল স্টোর এবং ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। তবে ভারতে ডিভাইসটি পাওয়া যাবে না বলেই মনে হয়। কারণ Sony এদেশে তাদের স্মার্টফোন ব্যবসা বন্ধ করে দিয়েছে।
Sony Xperia 10 VII এর স্পেসিফিকেশন ও ফিচার
Sony Xperia 10 VII হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ১২০ হার্টজ এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।
এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। এটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Xperia 10 VII মডেলে ৫০ মেগাপিক্সেল ১/১.৫৬-ইঞ্চি এক্সমোর আরএস সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি সেন্সর ২৪ মিমি ফোকাল লেন্থ এবং ৮৪ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। এর সাথে ১৩ মেগাপিক্সেল ১/৩-ইঞ্চি সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ১/৪ ইঞ্চি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি আইপি৬৫ ও আইপি৬৮ রেটিং সহ এসেছে, ফলে ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে।