মোবাইল

Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার এমন ফিচার্সের সঙ্গে স্মার্টফোন বাজারে আসছে

Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার ১২০ হার্টজ OLED ডিসপ্লের সাথে আসতে চলেছে Xperia 10 VII

Published on:

Sony Xperia 10 VII tipped to feature 120hz oled display

অঙ্কিতা মন্ডল, কলকাতা: স্মার্টফোনের জগতে একসময় পরিচিত নাম ছিল Sony। কিন্তু সময়ের সাথে সাথে বাজার হারিয়েছে জাপানি সংস্থাটি। তবে এখনও সংখ্যায় কম হলেও প্রতি বছর নিয়ম করে নতুন হ্যান্ডসেট রিলিজ করে তারা। ২০২৫ সালেও তার ব্যতীক্রম হচ্ছে না। টেক পোর্টালগুলির প্রতিবেদনে দাবি করা হয়েছে, Sony Xperia 10 VII নামের একটি মডেল একাধিক আপগ্রেড নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে। Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথম ১২০ হার্টজ ওলেড ডিসপ্লে পাবে এটি।

গত বছরের মে মাসে লঞ্চ হওয়া Xperia 10 VI ফোনে ৬০ হার্টজ ওলেড প্যানেল, ১২০ হার্টজ টাচ-স্ক্যানিং রেট এবং Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট রয়েছে। সনি নতুন Xperia 10 VII-তে আলাদা চিপসেট ব্যবহার করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, আসন্ন ফোনটির ক্ষেত্রে খরচ বাঁচাতে ২০২৪-এর মে মাসে ঘোষিত কোয়ালকমের Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকতে পারে।

জানিয়ে রাখি, ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার উপর নির্মিত, এই Snapdragon 6s Gen 3 তার পূর্বসূরীর তুলনায় ১৫ শতাংশ দ্রুত সিপিইউ এবং উন্নত AI ক্ষমতা প্রদান করে। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সনির স্মার্টফোন বিভাগ ৪০ শতাংশ রপ্তানি কমিয়েছে। কোম্পানিটি বিদ্যমান গ্রাহকদের ধরে রাখতে মিড-রেঞ্জ লাইনআপকে আরও উন্নত করার উপর মনোযোগ দিচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে সনি ১০০ মেগাপিক্সেলের একটি নতুন স্মার্টফোন ক্যামেরার পাশাপাশি তাদের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করছে। সেন্সরটি নিজস্ব ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহারের পাশাপাশি, অন্যান্য চীনা ব্র্যান্ডগুলির কাছে বিক্রি করবে বলে আশা করা হচ্ছে। স্যামমোবাইল দাবি করেছে, সনির প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি Vivo X200 Pro (টেলিফটো হিসাবে) বা Galaxy S25 Ultra (প্রধান ক্যামেরা হিসাবে) মডেলে ব্যবহৃত, Samsung-এর ২০০ মেগাপিক্সেল ISOCELL ক্যামেরা সেন্সরের তুলনায় বড় হবে।