মোবাইল

১৫ হাজার টাকা দাম কমলো এই দুর্ধর্ষ ফোনের, ডুয়েল ডিসপ্লে সহ আছে অসাধারন ক্যামেরা

Published on:

Special sale discount offer on tecno phantom v flip 2 5g foldable smartphone rs 15000 off

ফোল্ডেবল ফোন কেনার পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য আমাজনে একটি চমৎকার ডিল রয়েছে। এই ডিলে পুরো ১৫,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে একটি ফোল্ডেবল স্মার্টফোন। আমরা কথা বলছি Tecno Phantom V Flip 2 5G সম্পর্কে। এটি টেকনোর ফ্লিপ স্টাইল ফোল্ডেবল ফোন এবং কোম্পানির মতে এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফ্লিপ ফোন। এতে দুর্দান্ত ক্যামেরা, বড় ডিসপ্লে এবং পাওয়ারফুল ব্যাটারি আছে।

পুরো ১৫,০০০ টাকা কুপন ডিসকাউন্ট

অ্যামাজনে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ২ ৫জি এই মুহূর্তে ৫৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে এখানে ১৫,০০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর ডিভাইসটি ৩৯,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে যাওয়া যাবে। তবে অফার এখানেই শেষ নয়, ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে।

Tecno Phantom V Flip 2 5G এর ফিচার

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ২ ৫জি ডিভাইসে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৬৪০ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে এবং ৩.৬৪ ইঞ্চি (১০৬৬x১০৫৬ পিক্সেল) অ্যামোলেড কভার স্ক্রিন, যার উপরে কর্নিং গরিলা গ্লাস ৮ ব্যবহার করা হয়েছে। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। ফোনের গ্লোবাল সংস্করণে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট এবং ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে। ডিভাইসটি ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ২ ৫জি ফোনে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। এতে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৭২০ এমএএইচ ব্যাটারি রয়েছে।