অঙ্কিতা মন্ডল, কলকাতা: সাবান, তেল, শ্যাম্পু, আটা, ময়দা ও সবজির মতো এবার ১০ মিনিটে স্মার্টফোন পৌঁছে যাবে আপনার বাড়ির ঠিকানায়। নতুন পরিষেবা চালু করল অনলাইন মুদি সামগ্রী ডেলিভারি অ্যাপ সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart)। আপাতত, বড় ১০টি শহরে এই উদ্যোগ চালু করেছে সংস্থাটি। দাবি করা হয়েছে, iPhone 16e, অ্যান্ড্রয়েড ফোন যেমন, Samsung Galaxy, OnePlus Nord ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে বাড়ির দোরগোড়ায়।
যে সব ক্রেতারা উপহার বা ডিভাইস আপগ্রেড করার জন্য এই প্ল্যাটফর্মে ভিজিট করছেন তাদের জন্য নয়া পরিষেবাটি চালু করা হয়েছে। মূলত এই ধরনের গ্রাহকদেরই মাথায় রেখে আনা হয়েছে পরিষেবাটি। সুইগি ইন্সটামার্টের (Swiggy Instamart) স্মার্টফোন ডেলিভারি পরিষেবা বর্তমানে – বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ফরিদাবাদ, নয়ডা, গুরগাঁও, কলকাতা, হায়দরাবাদ এবং পুনেতে পাওয়া যাচ্ছে।
আগামীদিনে আরও বেশ কিছু শহরে পরিষেবা সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। শুধু দ্রুত ডেলিভারি নয়, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো এখানেও ব্যাঙ্ক ছাড় ও বিভিন্ন অফার পাওয়া যাবে। OnePlus Nord CE 4 Lite-এর মতো জনপ্রিয় মডেল থেকে শুরু করে iPhone 16e-এর মতো প্রিমিয়াম বিকল্পগুলি উপলব্ধ রয়েছে সুইগি ইন্সটামার্টে।
এই তালিকায় রয়েছে Redmi 14C, Motorola, Oppo, Vivo এবং Realme এর একাধিক স্মার্টফোন। যা ক্রেতাদের বিভিন্ন চাহিদা এবং বাজেটের কথা মাথায় রাখে। এছাড়াও, ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারী ১১,৪৯৯ টাকার বেশি মোবাইল ফোন অর্ডারে ৫% (৪০০০ টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন।
এদিন এই বিষয়ে, প্ল্যাটফর্মের ফোন ডেলিভারি পরিষেবা সম্পর্কে সুইগি ইন্সটামার্টের সিইও অমিতেশ ঝা বলেন, “ভারতীয় ক্রেতারা বিচক্ষণ এবং তারা ঠিক কী চান তা জানেন, এবং এই পরিষেবাটি সেই লক্ষ্য অর্জনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.