iPhone 17 সহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে ছাড়, Swiggy Instamart আনছে দশ দিনের ধামাকা সেল

Swiggy Instamart ভারতে কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫ সেলের ঘোষণা করেছে। এই সেল চলবে ১০ দিন ধরে। এই সময় প্রতিদিন ১০ মিনিটের ফ্ল্যাশ সেল থাকবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এটি ভারতের দ্রুততম সেল হবে। এই সেলে OnePlus, Oppo ব্র্যান্ডের ফোনের পাশাপাশি আসন্ন iPhone 17 সিরিজের ডিভাইসগুলিও সস্তায় পাওয়া যাবে। এছাড়া ইয়ারবাডস, স্পিকারের মতো গ্যাজেটও কেনা যাবে।
Swiggy Quick India Movement Sale এর তারিখ ও অফার
কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫ সেলটি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর এই সেল চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিনের এই সেলে ক্রেতারা ইলেকট্রনিক্স, রান্নাঘরের জিনিসপত্র এবং পার্সোনাল কেয়ার আইটেম সহ ৫০,০০০ এরও বেশি প্রোডাক্টের উপর ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ বা ১,০০০ টাকা পর্যন্ত ছাড়।
iPhone 17 সিরিজের উপর বিশেষ অফার
আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ। আর এই সিরিজের স্মার্টফোনগুলি সেলের সময় লোভনীয় অফার সহ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, Swiggy Instamart বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা এবং হায়দ্রাবাদের মতো প্রধান শহরগুলিতে ১০ মিনিটের মধ্যে স্মার্টফোন সরবরাহ করে। iPhone ছাড়াও সেলে OnePlus, Oppo, JBL, Philips, Protronics এবং Noise এর মতো ব্র্যান্ডের ফোন এবং অ্যাক্সেসরিজ কম দামে বিক্রি হবে।
প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে Swiggy
ভারতের দুই জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, Zomato এবং Swiggy সম্প্রতি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ২ টাকা বেড়ে Zomato-র প্ল্যাটফর্ম ফি হয়েছে ১২ টাকা। অন্যদিকে Swiggy ফি ৩ টাকা বাড়িয়ে মোট ১৫ টাকা করেছে। নতুন জিএসটি রেট ঘোষণার পরপরই কোম্পানি দুটি এই পদক্ষেপ নিয়েছে।