৭০০০ টাকার কমে দুর্দান্ত ফোল্ডিং ফোন, TCL Flip 4 5G বাজারে ঝড় তুলতে লঞ্চ হল

কম বাজেটে ফোল্ডিং 5G ফোন ব্যবহার করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। টিসিএল সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন TCL Flip 4 5G ফোনটি লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। দাম কম থাকলেও এতে পাওয়া যাবে ডুয়েল স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ সিরিজের প্রসেসর ও ৩২ জিবি স্টোরেজ। কোম্পানির দাবি TCL Flip 4 5G মোট ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

TCL Flip 4 5G এর দাম

টিসাএল ফ্লিপ ৪ ৫জি ফোনটি বর্তমানে শুধুমাত্র আমেরিকায় T-Mobile এবং Metro by T-Mobile থেকে কেনা যাচ্ছে এবং এর দাম রাখা হয়েছে ৭৯.৯৯ ডলার, যা প্রায় ৬৮০০ টাকার সমান।

TCL Flip 4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টিসাএল ফ্লিপ ৪ ৫জি ফোল্ডিং ফোনে আছে দুটি স্ক্রিন। এর প্রাইমারি স্ক্রিনটি ৩.২ ইঞ্চি এবং বাইরের কভার ডিসপ্লের সাইজ ১.৭৭ ইঞ্চি। কভার ডিসপ্লে থেকে ফোন না খুলেই ব্যবহারকারী নোটিফিকেশন দেখতে পারবেন। ডিভাইসটি KaiOS 4.0 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর। ডিভাইসটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য TCL Flip 4 5G ডিভাইসে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ক্লিয়ার কলিংয়ের জন্য এতে নয়েজ ক্যান্সেলেশন ও এইচডি ভয়েস সাপোর্টসহ দুটি মাইক্রোফোন পাওয়া যাবে।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ও হটস্পট সাপোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ঘণ্টা পর্যন্ত টকটাইম দেবে।