মোবাইল

সামনে ৫০ মেগাপিক্সেল এবং পিছনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ হাজার টাকা দাম কমলো এই 5G ফোনের

Updated on:

Tecno camon 30 5G with 100 megapixel rear camera Smartphone price drop rs 4000 amazon

আপনি যদি হোলিতে নতুন ফোন কিনতে চান তাহলে দুর্দান্ত ক্যামেরার একটি Tecno স্মার্টফোন বিবেচনা করতে পারেন। এই ডিভাইসটি ক্যামেরা-কেন্দ্রিক ক্রেতাদের জন্য আদর্শ হবে, কারণ এর পিছনে ১০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা এবং ৫০-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনটি বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজনে ৪,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটের নাম Tecno Camon 30 5G। আসুন এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Tecno Camon 30 5G হোলি সেলে কম দামে কেনার সুযোগ

টেকনো ক্যামন ৩০ ৫জি দুটি ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা, এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অ্যামাজন সেল চলাকালীন ক্রেতারা ফোনটি ৩,০০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। এছাড়াও রয়েছে ১,০০০ টাকা ব্যাঙ্ক অফার।

ছাড়ের পরে, টেকনো ক্যামন ৩০ ৫জি এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি ১৮,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ১৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।

Tecno Camon 30 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো ক্যামন ৩০ ৫জি মডেলে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

এই টেকনো ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা একে মাত্র ১৯ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ করে দেয়। ক্যামেরার কথা বললে, এই হ্যান্ডসেটের পিছনে ১০০ মেগাপিক্সেল OIS + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।