Tecno গত বছর ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে Camon 30 সিরিজের স্মার্টফোন উন্মোচন করে সাড়া ফেলে দিয়েছিল। সেটির উত্তরসূরী হিসাবে চলতি বছরে বাজারে আসবে Tecno Camon 40 সিরিজ। এই লাইনআপে 4G এবং 5G ভেরিয়েন্টের পাশাপাশি, বেস, প্রো, ও প্রিমিয়াম মডেল লঞ্চ হবে। এখন আসন্ন Tecno Camon 40 4G ও Camon 40 NBTC ও FCC ওয়েবসাইটে দেখা গিয়েছে।
মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুযায়ী, CM8 মডেল নম্বর সহ একটি Tecno স্মার্টফোন FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। পূর্বে IMEI লিস্টিং থেকে জানা গিয়েছিল, ফোনটি Tecno Camon 40 Premier নামে আসবে। এতে ব্লুটুথ, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং এনএফসি সাপোর্টের পাশাপাশি ৫জি ও ৪জি উভয় কানেক্টিভিটির সমর্থন মিলবে।
Tecno Camon 40 Premier-এর রেন্ডারে ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। যার ভিতরে টেলিফটো লেন্স সহ তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে বলে মনে হচ্ছে। ক্যামেরা আইল্যান্ডের বাইরে পিল-আকৃতির এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকছে। পাওয়ার বাটন এবং ভলিউম কী ফোনের ডানদিকে দেখা যাচ্ছে।
ডিভাইসটি অন্তত ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। সঙ্গে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে, থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশনে স্পট করা ফোনটি হল Tecno Camon 4G। এতে ফাইভ-জি সাপোর্ট মিলবে না। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে।