স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ লঞ্চ হল Tecno Camon 40 সিরিজ। এই সিরিজে রয়েছে একাধিক অ্যাডভান্স AI ফিচার, ইমেজ প্রসেসিং, ইনস্ট্যান্ট ফটোগ্রাফির জন্য একটি ওয়ান-ট্যাপ বাটন এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই সিরিজে চারটি ফোন আছে বলে জানা গিয়েছে – Tecno Camon 40, Tecno Camon 40 Pro, Tecno Camon 40 Pro 5G এবং Tecno Camon Premier 5G।
এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ। টেকনো ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি হল প্রথম টেকনো স্মার্টফোন, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট এআই চিপ পাওয়া যাবে, যা উচ্চ-স্তরের কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। সিরিজের অন্যান্য মডেলগুলিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ-সহ ডাইমেনসিটি চিপসেট দিয়েছে টেকনো।
টেকনো ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি, ক্যামন ৪০ প্রো এবং ক্যামন ৪০ প্রো ৫জিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা রয়েছে এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ক্যামন ৪০ মডেলে আছে আইপি৬৬ সুরক্ষা। সিরিজের সমস্ত স্মার্টফোনগুলিতে ভিজ্যুয়ালের জন্য AMOLED ডিসপ্লে উপস্থিত। মিলবে ডলবি অ্যাটমস অডিয়ো সিস্টেম।
ফটোগ্রাফির উপর বিশেষভাবে জোর দিয়েছে কোম্পানি। এই সিরিজের সমস্ত মডেলে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও অটোফোকাস পাওয়া যাবে। ক্যামন ৪০ প্রিমিয়ার ৫জি-তে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-701 রিয়ার সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
এর পাশাপাশি ওয়ান-ট্যাপ বাটন, যা দ্রুত এবং ল্যাগ-মুক্ত ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া প্রিমিয়ার ৫জি ভ্যারিয়েন্টে বিশেষ ইমেজিং চিপ থাকায় কম আলোতেও 4K 60fps প্রি-ISP ভিডিয়ো রেকর্ড করা যাবে।
এআই ফিচার রয়েছে : Tecno Camon 40 সিরিজে AI ইরেসার ২.০, AI ইমেজ এক্সটেন্ডার, AIGC পোর্ট্রেট ২.০, AI পারফেক্ট ফেস, ইউনিভার্সাল টোন, AI শার্পনেস প্লাস, AI রাইটিং, AI ট্রান্সলেট, এল্লা AI অ্যাসিস্ট্যান্ট, গুগলের Circle to Search এবং AI কল অ্যাসিস্ট্যান্ট ফিচার আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.