Foldable Phone: পুরো 20 হাজার টাকা ডিসকাউন্টে এই ফোল্ডেবল স্মার্টফোন, রয়েছে 34 হাজার টাকার এক্সচেঞ্জ অফার

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আজ ২২ সেপ্টেম্বর থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে। এই সেলে আপনি যদি নতুন ফোল্ডেবল ফোন কিনতে চান তাহলে দুর্দান্ত ডিল পাবেন। টেকনোর বুক স্টাইলের একটি ফোল্ডেবল স্মার্টফোন সেলে ২০,০০০ টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি, Tecno Phantom V Fold 2 5G সম্পর্কে। স্টাইলিশ ডিজাইনের এই হ্যান্ডসেটে মজবুত বডি, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারিও রয়েছে। আসুন Tecno Phantom V Fold 2 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

অ্যামাজন সেলে Tecno Phantom V Fold 2 5G অনেক কম মূল্যে

বর্তমানে অ্যামাজনে Tecno Phantom V Fold 2 5G ডিভাইসটি ৮৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। কারণ অ্যামাজন এর সাথে ২০,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে। যারপর ডিভাইসটির দাম কমে আসবে ৬৯,৯৯৯ টাকায়। তবে অফার এখানে শেষ হয়নি।

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ২ ৫জি এর সাথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে প্রায় ৩,৫০০ টাকা ক্যাশব্যাক। আবার এসবিআই কার্ড ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে ১,০০০ টাকা ডিসকাউন্ট। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৪৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলছে।

Tecno Phantom V Fold 2 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Tecno Phantom V Fold 2 5G স্মার্টফোনে আছে ৭.৮৫ ইঞ্চি ২কে প্লাস (২০০০x২২৯৬ পিক্সেল) প্রাইমারি অ্যামোলেড ডিসপ্লে। আবার এতে ৬.৪২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৫৫০ পিক্সেল) অ্যামোলেড কভার ডিসপ্লে পাওয়া যাবে, যার সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে অ্যারোস্পেস গ্রেড হিঞ্জ রয়েছে।

ফটোগ্রাফির জন্য Tecno Phantom V Fold 2 5G মডেলে OIS সহ ১/৩-ইঞ্চি, ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। এতে ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাও পাওয়া যাবে। আর সেলফি এবং ভিডিও কলের দুটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Phantom V Fold 2 5G ফোল্ডেবল স্মার্টফোনে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৭৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্পিকার রয়েছে। এই ফোনে Phantom V Pen সাপোর্ট করে।