মোবাইল

ক্যামেরা লেন্স সামনে-পিছনে হবে, অর্ধেক দামে পাওয়া যাচ্ছে DSLR ক্যামেরাকে টেক্কা দেওয়া এই স্মার্টফোন

Published on:

Tecno Phantom x2 pro 5g gets massive discount offer rs 25000 on amazon

বর্তমান সময়ে চীনের ব্র্যান্ডগুলি স্মার্টফোন ক্যামেরা সম্পর্কিত উদ্ভাবনের দিক থেকে অন্যান্যদের থেকে অনেকটা এগিয়ে। এই কারণে এদের বেশ কয়েকটি ফোন ডিএসএলআরের সঙ্গে প্রতিযোগিতা করছে। কিছুদিন আগে Tecno একটি স্মার্টফোন বাজারে এনেছে, যার ক্যামেরা লেন্স ডিএসএলআর ক্যামেরার লেন্সের মতো বেরিয়ে আসে। আমরা কথা বলছি Tecno Phantom X2 Pro 5G সম্পর্কে। এই ডিভাইসটি এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজনে লোভনীয় অফার সহ তালিকাভুক্ত হয়েছে ফোনটি।

জানিয়ে রাখি, Tecno Phantom X2 Pro 5G গত বছর ভারতে লঞ্চ হয়েছিল, এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসের পিছনের প্যানেলে পাওয়া ক্যামেরা সেটআপের প্রাথমিক সেন্সরটি ভিতরে বা বাইরে আসতে পারে। ফলে আপনি ভাল জুমের পাশাপাশি দুর্দান্ত পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা পাবেন।

WhatsApp Community Join Now

Tecno Phantom X2 Pro 5G বিশেষ অফারে কেনার সুযোগ

টেকনো ফ্যান্টম X2 প্রো 5G ভারতের বাজারে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই মূল্য 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে ডিভাইসটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে 25,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে 2000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

অর্থাৎ ডিভাইসটি অর্ধেকেরও কম দামে কেনা যাবে। উপরের অফারগুলি ছাড়াও পুরানো ডিভাইস বদলে সর্বোচ্চ 24,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি স্টারডাস্ট গ্রে এবং মার্স অরেঞ্জ কালার অপশনে এসেছে।

Tecno Phantom X2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

এই ফোনে 6.8-ইঞ্চি ফুল HD+ কার্ভড AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন অফার করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে যুক্ত আছে মালি-জি 710 এমসি 10 জিপিইউ। এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রোট্রেট লেন্স এবং 13 মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই টেকনো ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন