টেকনো গত বছরের সেপ্টেম্বরে ভারতে Tecno Pop 9 5G লঞ্চ করেছিল। সেই সময় সংস্থাটি এর 4 জিবি র্যাম সহ 64 জিবি / 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। এবার কোম্পানি এর নতুন র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করল। ভার্চুয়াল র্যাম সহ এখন ডিভাইসটি মোট 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে Tecno Pop 9 5G এর নতুন ভ্যারিয়েন্টের ফিচার আগের মতোই রয়েছে। এতে 48-মেগাপিক্সেল সনি IMX582 ক্যামেরা পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Tecno Pop 9 5G এর নতুন ভ্যারিয়েন্টের দাম
উল্লেখ্য, টেকনো পপ 9 5G এর নতুন ভ্যারিয়েন্টটি 8 জিবি র্যামের সাথে এসেছে। মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 8 জিবি র্যাম সাপোর্ট করবে, অর্থাৎ মোট 16 জিবি র্যাম পাওয়া যাবে। নতুন ভ্যারিয়েন্টে 128 জিবি স্টোরেজ আছে। টেকনো পপ 9 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং এটি 8 জানুয়ারি দুপুর 12 টা থেকে কেনা যাবে।
উল্লেখ্য, এর 4 জিবি + 64 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা এবং 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। এটি মিডনাইট শ্যাডো, অরোরা ক্লাউড এবং অ্যাজিউর স্কাই কালারে পাওয়া যাবে।
Tecno Pop 9 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে 120Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে আছে। এতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সাথে এসেছে। ফোনটির নতুন ভ্যারিয়েন্টে ভার্চুয়াল র্যামের সঙ্গে মোট 16 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ পাওয়া ঊ।
টেকনো পপ 9 5G ফোনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল বর্তমান, যাতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা আছে। এর প্রাইমারি ক্যামেরা 48-মেগাপিক্সেল, যা একটি সনি IMX582 সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকারও উপস্থিত।
এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে IP54 রেটিং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এতে রয়েছে ইনফ্রারেড সেন্সরের সাপোর্ট, যাতে ফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এতে এনএফসি সাপোর্টও পাওয়া যাবে।