মোবাইল

Tecno Pop 9 5G নতুন 8GB RAM ভ্যারিয়েন্ট সহ ভারতে লঞ্চ হল, দাম মাত্র 10999 টাকা, পাবেন 8GB ভার্চুয়াল RAM

Updated on:

Tecno pop 9 5g 8Gb ram variant launched in india price rs 10999 sale date specfication

টেকনো গত বছরের সেপ্টেম্বরে ভারতে Tecno Pop 9 5G লঞ্চ করেছিল। সেই সময় সংস্থাটি এর 4 জিবি র‌্যাম সহ 64 জিবি / 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। এবার কোম্পানি এর নতুন র‌্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করল। ভার্চুয়াল র‌্যাম সহ এখন ডিভাইসটি মোট 16 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে Tecno Pop 9 5G এর নতুন ভ্যারিয়েন্টের ফিচার আগের মতোই রয়েছে। এতে 48-মেগাপিক্সেল সনি IMX582 ক্যামেরা পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Pop 9 5G এর নতুন ভ্যারিয়েন্টের দাম

উল্লেখ্য, টেকনো পপ 9 5G এর নতুন ভ্যারিয়েন্টটি 8 জিবি র‌্যামের সাথে এসেছে। মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 8 জিবি র‌্যাম সাপোর্ট করবে, অর্থাৎ মোট 16 জিবি র‌্যাম পাওয়া যাবে। নতুন ভ্যারিয়েন্টে 128 জিবি স্টোরেজ আছে। টেকনো পপ 9 5G এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং এটি 8 জানুয়ারি দুপুর 12 টা থেকে কেনা যাবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, এর 4 জিবি + 64 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা এবং 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। এটি মিডনাইট শ্যাডো, অরোরা ক্লাউড এবং অ্যাজিউর স্কাই কালারে পাওয়া যাবে।

Tecno Pop 9 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

এই ফোনে 120Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে আছে। এতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সাথে এসেছে। ফোনটির নতুন ভ্যারিয়েন্টে ভার্চুয়াল র‌্যামের সঙ্গে মোট 16 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ পাওয়া ঊ।

টেকনো পপ 9 5G ফোনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল বর্তমান, যাতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা আছে। এর প্রাইমারি ক্যামেরা 48-মেগাপিক্সেল, যা একটি সনি IMX582 সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকারও উপস্থিত।

এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে IP54 রেটিং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এতে রয়েছে ইনফ্রারেড সেন্সরের সাপোর্ট, যাতে ফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এতে এনএফসি সাপোর্টও পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন