মোবাইল

বাজারে এল 16 জিবি র‌্যাম ও‌ সোনি ক্যামেরা সবচেয়ে সস্তা ফোন, দাম মাত্র 10999 টাকা

Published on:

Tecno pop 9 5g new storage variant launched in india check price specifications

টেকনো গতবছর সেপ্টেম্বরে ভারতে Tecno Pop 9 5G লঞ্চ করেছিল। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে এসেছিল – 4 GB + 64 GB এবং 4 GB + 128 GB। এবার কোম্পানি এই ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। Tecno Pop 9 5G এখন 8 জিবি র‌্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এই নতুন ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। 8 জানুয়ারি থেকে অ্যামাজন ইন্ডিয়ায় এর সেল শুরু হবে। টেকনোর এই ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার আছে।

Tecno Pop 9 5G এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন

টেকনো পপ 9 5G ফোনে 1612×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে 8 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে আর্ম মালি-জি 57 এমসি 2 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশসহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এআই লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HiOS 14 কাস্টম স্কিনে চলে।

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য টেকনো পপ 9 5G ডিভাইসে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G এসএ/এনএসএ, ডুয়াল ফোরজি ভিওএলটিই, ওয়াই-ফাই 802.11 এসি, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং এনএফসি। টেকনো পপ 9 5G তিনটি রঙে পাওয়া যায় – মিডনাইট শ্যাডো, অ্যাজিউর স্কাই এবং অরোরা ক্লাউড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন