সম্প্রতি বাজারে পা রেখেছে Tecno-র নতুন Pova 7 সিরিজ। আজ ১০ জুলাই থেকে Flipkart এর মাধ্যমে এই সিরিজের দুটি মডেল Pova 7 ও Pova 7 Pro এর বিক্রি শুরু হয়েছে। যারা দুর্দান্ত পারফরম্যান্স, আধুনিক ডিজাইন আর ফিউচারিস্টিক ফিচারের ফোন চান, তাদের জন্য ডিভাইসগুলি উপযুক্ত। এই সিরিজের প্রধান প্রধান ফিচারের মধ্যে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি। আসুন মডেলগুলির দাম ও সেলের অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফ্লিপকার্টে টেকনো পোভা ৭ এর দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ধার্য করা হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। তবে এই দাম প্রথম সেলের জন্য, এদের আসল দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা।
আবার টেকনো পোভা ৭ প্রো এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফ্ল্যাশ সেল মূল্য ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অফার না থাকলে দাম পড়বে ১৮,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা। ডিভাইসগুলি ছয় মাসের নো কস্ট ইএমআই অপশন সহ কেনা যাবে।
টেকনো পোভা ৭ প্রো মডেলে আছে ১০৪টি মিনি LED নিয়ে তৈরি ডেলটা লাইট ইন্টারফেস, যা বিভিন্ন অ্যাক্টিভিটির উপর রিয়াক্ট করে। আর এতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অপরদিকে, বেস মডেলে একই সাইজের ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে উপস্থিত।
পারফরম্যান্সের জন্য উভয় ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিং সেকশনে Pro মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং-এর পাশাপাশি রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে পাওয়া যাবে ৪×৪ MIMO, ভোওয়াইফাই ডুয়েল পাস, আর ডিভাইস-টু-ডিভাইস কলিং সাপোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.