Tecno Pova Slim 5G প্রথম সেলে আজ হাজার টাকা সস্তা, দুর্দান্ত ফিচার সহ পাবেন লেটেস্ট AI ফিচার

Tecno Pova Slim 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। আর আজ অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভারতে এর প্রথম সেল শুরু হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে হালকা এবং পাতলা 3D কার্ভড ডিসপ্লের 5G স্মার্টফোন বলে কোম্পানি দাবি করেছে। এর ওজন মাত্র ১৫৬ গ্রাম এবং এটি ৫.৯৫ মিমি পুরু। ই-কমার্স সাইট Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে।সেল শুরু হবে দুপুর ১২টা থেকে। ইচ্ছুক ক্রেতারা আকর্ষণীয় লঞ্চ অফারের লাভ ওঠাতে পারবেন।
Tecno Pova Slim 5G এর দাম ও সেল অফার
ভারতে Tecno Pova Slim 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এটি কুল ব্ল্যাক, স্কাই ব্লু এবং স্লিম হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে ফ্লিপকার্ট এসবিআই ও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৯৯৫ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক দেওয়া হবে।
Tecno Pova Slim 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে
টেকনো পোভা স্লিম ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এই ডিসপ্লে সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেস এবং ২০:০৯ আসপেক্ট রেশিও অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।
প্রসেসর ও AI ফিচার
পারফরম্যান্সের জন্য টেকনো পোভা স্লিম ৫জি মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে কোম্পানির নিজস্ব Ella এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে অনেক ভারতীয় ভাষা সাপোর্ট করবে। এছাড়া এতে পাওয়া যাবে এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং, এআই ইমেজ এডিটিং ও সার্কেল টু সার্চ এর মতো ফিচার।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Tecno Pova Slim 5G ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৫৫ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হবে বলে কোম্পানি দাবি করেছে।