Xiaomi Q200: শাওমি ফিরছে ডুয়েল ডিসপ্লে ডিজাইনে, পেছনে সেকেন্ডারি স্ক্রিন সহ আসছে নতুন ফোন

স্মার্টফোনের ডিজাইন নিয়ে একাধিক ব্র্যান্ড এখন নানারকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তাদের মধ্যে অন্যতম Xiaomi। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, কোম্পানিটি এমন একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে, যার পিছনে Mi 11 Ultra-র মতো একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ক্যামেরা মডিউলের পাশে অবস্থিত হবে, যার মাধ্যমে নোটিফিকেশন দেখা, সেলফি তোলা বা কিছু টুকিটাকি কাজ করা যাবে।
Xiaomi আনছে ডুয়েল ডিসপ্লের স্মার্টফোন
গত মাসে প্রথম শোনা যায়, শাওমির একটি নতুন ফোনের উপর কাজ করছে, যার পিছনে আড়াআড়ি একটি সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে। সম্প্রতি শাওমির নিজস্ব সফটওয়্যার থেকেও একই ইঙ্গিত মিলেছে। HyperOS-এর সাম্প্রতিক আপডেট ঘেঁটে দেখা গেছে, সেখানে “Pandora” কোডনেম এবং “Q200” মডেল কোড যুক্ত একটি ডিভাইসের উল্লেখ রয়েছে।
আর এই কোডের মধ্যে পরিষ্কারভাবে ‘সাব-স্ক্রিন ডিসপ্লে’ সাপোর্ট থাকার কথা লেখা আছে, যা Xiaomi Q200 মডেল নম্বরের ফোনে দ্বিতীয় স্ক্রিনের উপস্থিতির কথা নিশ্চিত করে।
উল্লেখ্য, Mi 11 Ultra-র পর থেকে Xiaomi আর কোনো ডুয়েল ডিসপ্লের ফোন বাজারে আনেনি। কারণ এই ডিজাইন সেভাবে ক্রেতাদের আকর্ষিত করতে পারেনি। ফলে অনেকেই ভেবেছিলেন, ব্র্যান্ডটি হয়তো এই ধরনের ডিভাইস আর লঞ্চ করবে না। কিন্তু Q200 মডেল নম্বরের উপস্থিতি জানান দিচ্ছে শাওমি ফের পুরানো এক্সপেরিমেন্টে ফিরতে চাইছে।
Xiaomi 16 Pro নিয়ে গুঞ্জন
এদিকে কয়েকজন টিপস্টার দাবি করেছেন যে, এই Q200 হতে পারে Xiaomi 16 Ultra এর পরে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। আর এটি Xiaomi 16 ও 16 Pro এর মধ্যে অবস্থান করবে। যদিও এখনও পর্যন্ত এই ডিভাইসের ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। আশা করা যায়, Q200 ফোনটি সম্ভবত সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে Xiaomi 16 এবং 16 Pro-এর সঙ্গে।