Tecno Spark Go 3 ভারতে ১৬ জানুয়ারি লঞ্চ হচ্ছে, IP64 রেটিং সহ থাকবে শক্তিশালী প্রসেসর

Tecno ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন নিয়ে আসছে। রিপোর্ট অনুযায়ী Tecno Spark Go 3 আগামী ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। এটি গত বছরের Spark Go 2 এর উত্তরসূরি মডেল হবে। দাম কম হলেও আসন্ন ডিভাইসটির ফিচারে অনেক চমক থাকবে। Tecno বরাবরই বাজেট স্মার্টফোনে নতুনত্ব আনার চেষ্টা করে। আপকামিং হ্যান্ডসেটটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলেই মনে হয়।
জানা গেছে, Tecno Spark Go 3 মডেলটি IP64 রেটিং সহ আসবে। বাজেট ফোনে এই ধরনের ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং খুব একটা দেখা যায় না। দৈনন্দিন ব্যবহারে ফোন অল্প ভিজে যাওয়া বা ধুলো ঢুকে যাওয়া নিয়ে যাদের চিন্তা থাকে, তাদের জন্য এটা নিঃসন্দেহে স্বস্তির খবর।
অ্যান্ড্রয়েড ১৫ ওএস সহ থাকবে ৪ জিবি র্যাম ও Spreadtrum UMS9230E চিপসেট
গুগল প্লে কনসোল ও গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে, Tecno Spark Go 3 মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ সহ আসবে। বাজেট ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া কিছুটা অবাক করার মতোই। এটি ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে Spreadtrum UMS9230E চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে মালি-জি৫৭ জিপিইউ মিলবে। গেমিংয়ের জন্য উপযুক্ত না হলেও দৈনন্দিন কাজের ক্ষেত্রে এই প্রসেসর যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে।
এদিকে, Tecno Spark Go 3 ফোনে ওয়াটারড্রপ নচ সহ এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। Spark Go 2 মডেলে পাঞ্চ হোল ডিসপ্লে ছিল, তাই এই পরিবর্তন কিছুটা পুরানো ধাঁচের মনে হতে পারে।
সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া, FM রেডিও ও ইনফ্রারেড রিমোট সাপোর্টের মতো ফিচারও পাওয়া যাবে।

