Tecno Spark Go3 বাজেটের মধ্যে দেবে সেরা ফিচার, ১৬ জানুয়ারি ভারতে আসছে

Tecno আগামী ১৬ জানুয়ারি ২০২৬ ভারতে তাদের নতুন বাজেট ফোন Spark Go3 লঞ্চ করতে চলেছে। এই হ্যান্ডসেটটিকে মূলত তাদের কথা ভেবে আনা হচ্ছে যাদের দিনভর এটি ব্যবহার করতে হয় এবং যারা খুব বেশি ঝামেলা ছাড়া একটি ভরসাযোগ্য ডিভাইস চান। কোম্পানির ভাষায়, Tecno Spark Go3 ক্রেতাদের ‘Desh Jaisa Dumdaar’ অনুভূতি দেবে। অর্থাৎ এটি মজবুত, টেকসই আর দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত হবে ।
Tecno Spark Go3 আসছে মজবুত বিল্ড ও IP64 সুরক্ষা সহ
Tecno Spark Go3 এর মূল আকর্ষণ হবে এর বিল্ড কোয়ালিটি। এতে আইপি৬৪ রেটিং পাওয়া যাবে। ফলে ডিভাইসটি ধুলো বা হালকা জল থেকে সুরক্ষা দেবে। এর আগে জানা গিয়েছিল এই ফোনে পারফরম্যান্সের জন্য Spreadtrum UMS9230E প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে থাকবে এআরএম মালি-জি৫৭ জিপিএস। পাওয়ার ব্যাকআপের জন্য এতে প্রায় ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা একবার চার্জে দীর্ঘক্ষণ চলবে।
টেকনো স্পার্ক জিও৩ এর সামনে পাওয়া যাবে এইচডি প্লাস স্ক্রিন। এই ডিসপ্লের ডিজাইন থাকবে ওয়াটারড্রপ নচ। এতে ভিডিও দেখা ও ব্রাউজিংয়ের অভিজ্ঞতা মোটামুটি স্বস্তিদায়ক হবে।
Tecno Spark Go3 বাজেট রেঞ্জে আসবে
Tecno Spark Go3 মূলত বাজেট সেগমেন্টে লঞ্চ হবে। কোম্পানি সেই সমস্ত ক্রেতাদের জন্য এই ডিভাইসটি বানাচ্ছে, যারা ফোনে কলিং, মেসেজিং, ভিডিও স্ট্রিমিং আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।
Spark Go সিরিজের ধারাবাহিকতা
Tecno Spark Go সিরিজ বরাবরই ইউজার সেন্ট্রিক ফিচার এবং বাজেটের মধ্যে ভালো ব্যালান্স রাখার চেষ্টা করে। আগের মডেলগুলিতেও বড় ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন এবং প্রয়োজনীয় সিকিউরিটির ফিচার দেখা গেছে। Spark Go3 সেই অভিজ্ঞতাকেই আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

