মোবাইল

Tecno Spark Slim: বিশ্বের সবচেয়ে পাতলা 5200mAh ব্যাটারির ফোন আনছে টেকনো

Published on:

Tecno Spark Slim unveil in mwc 2025 slimmest Smartphone with 5200mah battery

মার্চের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট। এই ইভেন্টে Tecno তাদের লেটেস্ট কনসেপ্ট স্মার্টফোন Spark Slim এর উপর থেকে পর্দা সরাবে। কোম্পানির দাবি, এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হবে, যেখানে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। Tecno Spark Slim মাত্র ৫.৭৫ মিমি পুরু হবে। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে। স্লিম ডিজাইন হওয়া সত্ত্বেও এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আগামী সপ্তাহে বার্সেলোনায় টেকনোর বুথে স্মার্টফোনটি হাতে নিয়ে ব্যবহার করা যাবে।

Tecno Spark Slim এর ফিচার

ডিসপ্লে: টেকনো স্পার্ক স্লিমে আছে ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১২২৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিট। ফলে বাইরে ও ঘরে ডিসপ্লের সবকিছু ভালোভাবে দেখা যাবে।

উপাদান: ফোনটি তৈরিতে টেকনো ব্যবহার করেছে রিসাইকেলড অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল।

ব্যাটারি: আল্ট্রা-থিন ডিজাইন সত্ত্বেও এই স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে। কিন্তু চিপসেটের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক স্লিম মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, উভয় ক্যামেরা ৫০ মেগাপিক্সেল হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।