এই সমস্ত পুরানো Samsung Galaxy A-সিরিজের ফোনে আসছে না One UI 7 আপডেট, আপনার মডেলটি নেই তো?

স্যামসাং ধীরে ধীরে One UI 7 আপডেট রোলআউট শুরু করেছে। এই নতুন ইউজার ইন্টারফেস অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এবং এখানে ব্যবহারকারীরা নতুন ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স ও আঁটোসাঁটো সুরক্ষার পাশাপাশি একাধিক আধুনিক ফিচার উপভোগ করতে পারবেন। তবে এই আপডেটটি এখন স্যামসাং-এর সব Galaxy A-সিরিজের ডিভাইসের জন্য উপলব্ধ নয়।

গিজমোচায়নার এক রিপোর্টে বলা হয়েছে, One UI 7 আপডেট Galaxy A-সিরিজের বেশ কিছু পুরানো মডেল পাওয়া যাবে না। স্যামসাং ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এই আপডেট কেবলমাত্র নির্বাচিত কিছু A-সিরিজ ডিভাইসে মিলবে। ফলে, পুরানো ফোন ব্যবহারকারীরা এই আপডেট থেকে বঞ্চিত হতে পারেন।

Samsung Galaxy A-সিরিজের এই ফোনগুলো One UI 7 পাবে না

Samsung Galaxy A72

Samsung Galaxy A52, A52 5G, A52s 5G

Samsung Galaxy A32, A32 5G

Samsung Galaxy A22, A22 5G

Samsung Galaxy A13 5G

Samsung Galaxy A12, A12 Nacho

Samsung Galaxy A03, A03s, A03 Core

Samsung Galaxy A02

Samsung Galaxy A01 Core

আপনি যদি এই ফোনগুলোর মধ্যে কোনো একটি ব্যবহার করেন তাহলে নতুন আপডেট নাও পেতে পারেন। এক্ষেত্রে আমরা স্যামসাংয়ের নতুন ডিভাইস যেমন Galaxy A16 5G-তে আপগ্রেড করার পরামর্শ দেব, যেটিতে ৬ বছরের ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।