ভিভো তাদের অন্যতম জনপ্রিয় ফোন Vivo T3x 5G এর দাম কমানোর সিদ্ধান্ত নিল। গত বছর এপ্রিলে বাজেট রেঞ্জে এই 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছিল। সংস্থাটি ডিভাইসটির সমস্ত ভ্যারিয়েন্টের দাম কমিয়েছে। তবে শুধু ভিভো নয়, সম্প্রতি সময়ে Samsung-ও তাদের বেশ কয়েকটি ফোনের দামে কাটছাঁট করেছে।
দাম কমার পরে ভিভো T3x 5G মডেলের 4GB + 128GB মডেলের দাম 13,499 টাকার পরিবর্তে 12,499 টাকা হয়েছে, আবার 6GB + 128GB মডেল 14,999 টাকার পরিবর্তে 13,999 টাকায় পাওয়া যাবে এবং 8GB + 128GB মডেল কেনা যাবে 16,499 টাকার পরিবর্তে 15,499 টাকায়। নতুন দামে ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
স্যামসাং গত বছরের শেষের দিকে গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 5G এর দাম 6,000 টাকা পর্যন্ত কমিয়েছে। কাটছাঁটের পরে, গ্যালাক্সি A35 5G এর প্রারম্ভিক দাম 33,999 টাকা এবং গ্যালাক্সি A35 এর প্রারম্ভিক দাম 25,999 টাকা হয়েছে।
গত বছর ভিভো ওয়াই28এস-এর দাম 500 টাকা কমিয়েছিল ভিভো। দাম কমানোর পরে, 4GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 13,499 টাকা, 6GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 14,999 টাকা এবং 8GB + 128GB ভ্যারিয়েন্টের মূল্য 16,499 টাকা হয়েছে।
গত বছর আগস্টে ভিভো V30 এর সব ভ্যারিয়েন্টের দাম 2,000 টাকা কমানো হয়েছিল। এখন এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের নতুন দাম 31,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের নতুন দাম 33,999 টাকা, 12GB + 256GB ভ্যারিয়েন্টের নতুন দাম 35,999 টাকা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.