ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক (TikTok)। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বাইডেন সরকারের পাশ করা ভিডিয়ো শেয়ারিং অ্যাপটির নিষিদ্ধের আইন বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম এফপি তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ১৯ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই এই আইন কার্যকর হওয়ার কথা।
রবিবার সকাল থেকে আমেরিকায় টিকটক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অ্যাপটির আর অ্যাক্সেস পাবে না লক্ষ লক্ষ আমেরিকাবাসী। টিকটকের আইনজীবীদের সওয়াল করা বাকস্বাধীনতা রক্ষার যুক্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে। বিচারপতিদের পর্যবেক্ষণ, টিকটকে দেশবাসীর তথ্যের গোপনীয়তা নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
টিকটকের মালিক চীনের বাইটড্যান্সের জন্য এই নিষেধাজ্ঞা ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, গত বছর চিনা টিকটক আমেরিকায় নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছিল বাইডেন প্রশাসন। তবে বিকল্প পথও খোলা রাখা হয়। আমেরিকার কোনও সংস্থার কাছে টিকটক বিক্রি করলে নিষেধাজ্ঞা এড়ানো যাবে বলে ইঙ্গিত দেয় আদালত।
ঘটনাচক্রে, ২০ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর এই নিষেধাজ্ঞা সর্ম্পকিত সমস্ত কিছু তাঁর উপরেই ছেড়ে দিচ্ছে পূর্বতন সরকার। ফলে আইন কার্যকরের বিষয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই সিদ্ধান্ত নিতে পারেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিকটকের সিইও।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.