মোবাইল

২০২৫ সালে বাজেট-ফ্রেন্ডলি সেরা ১০ স্মার্টফোন, Redmi Note 15 সহ Vivo Y33s সব আছে লিস্টে

এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই সকল স্মার্টফোনগুলি নিজের বা প্রিয়জনের জন্য বিবেচনা করতে পারেন। দাম কম হলেও, বেশিরভাগ মডেলে দুর্দান্ত ডিসপ্লে, ভাল ব্যাটারি লাইফ এবং আকর্ষণীয় ক্যামেরা ফিচার রয়েছে।

২০২৫ সালে বাজেট-ফ্রেন্ডলি সেরা ১০ স্মার্টফোন

Xiaomi Redmi Note 15

শাওমি রেডমি নোট ১৫ কম খরচে দুর্দান্ত ফিচার দিতে পারে। ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। স্ন্যাপড্রাগন ৭ সিরিজ চিপসেট এবং ৫জি সংযোগ-সহ আসা এই ফোন গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত।

Samsung Galaxy A35

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ একটি প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এক্সিনস ১০৮০ চিপ। এটি ফটোগ্রাফারদের জন্য একটি দুর্দান্ত বিকল্প। দারুন সফ্টওয়্যার সমর্থনও প্রদান করে ডিভাইসটি, যা এটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত করে তুলেছে।

Realme Narzo 70

রিয়েলমি নারজো ৭০ ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর এবং ৫জি সংযোগ। এটির ৬০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করে যে ব্যবহারকারীরা এক চার্জে খুব সহজেই দিনটি কাটাতে পারবেন। এর ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ স্ক্রিন মিডিয়া ব্যবহারের জন্য দুর্দান্ত।

Motorola G Power

মোটোরোলার জি পাওয়ারে দেওয়া হয়েছে বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং ক্লোজ-টু-স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা উপস্থিত, যা এটিকে ২০২৫ সালে পাওয়া সবচেয়ে ব্যবহারকারী-বান্ধব বাজেট ফোনগুলির মধ্যে একটি করে তুলেছে।

Poco X5 Pro

পোকো এক্স৫ প্রো এর দাম কম হলেও ফিচার দারুন। এতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে। দুর্দান্ত গেমিং পারফরম্যান্স এবং ভালো ক্যামেরা ক্ষমতার জন্য ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ৬৭ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা উপস্থিত।

Nokia G50

নোকিয়া জি৫০ মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি চিপ রয়েছে। মিলবে ৬.৮২ ইঞ্চি স্ক্রিন, যা বিনোদনের জন্য নিখুঁত। অন্যদিকে পরিষ্কার অ্যান্ড্রয়েড ইউআই রয়েছে। পাওয়া যাবে একাধিক সফ্টওয়্যার আপডেট।

OnePlus Nord CE 5G

এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭৫০ জি প্রসেসর, ৫জি সংযোগ এবং ৯০ হার্টজ অ্যামোলেড স্ক্রিন। ফোনটির স্লিম ডিজাইন এবং শক্তিশালী ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ সবাইকে আকর্ষিত করতে পারে।

Infinix Zero Ultra

ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২০ হার্টজ স্ক্রিন এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। সাশ্রয়ী মূল্য এবং প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির সাথে, এটি একটি ভাল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন।

Vivo Y33S

৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক হেলিও জি৮০ চিপ-সহ ভিভো ওয়াই৩৩এস একটি সেরা বাজেট স্মার্টফোনের প্রতিযোগী। ৬.৫৮ ইঞ্চি স্ক্রিনটি বিনোদনের জন্য আদর্শ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি সারাদিনের কর্মক্ষমতা প্রদান করে।

Techno Camon 20 Premier

টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার সীমিত বাজেটের ক্যামেরা প্রেমীদের জন্য তৈরি। ৬৪ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর রয়েছে যা নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা প্রদান করে। ৬.৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং ৫জি সংযোগ পাওয়া যাবে এতে।

Suvrodeep Chakraborty

একটি প্রথম সারির বাংলা পোর্টালে কনটেন্ট লেখক হিসাবে কর্মজীবন শুরু শুভ্রদীপের। পরবর্তীতে এই সময় ডিজিটালে প্রযুক্তি ও অটোমোবাইল সম্পর্কিত প্রতিবেদন চুটিয়ে লিখেছেন। Tech Gup এও নিজের সুন্দর লেখনির মাধ্যমের পাঠকদের মন জয়ে প্রস্তুত তিনি।

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

11 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

11 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

24 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.