15 হাজার টাকার মধ্যে সেরা 10 স্মার্টফোন, Amazon Great Indian Festival Sale এর অফার দেখে নিন

আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale 2025। এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট বাম্পার ডিসকাউন্ট সহ কেনা যাবে। তাই যারা নতুন ফোন কিনতে চান তাদের জন্য সুখবর। আজ ই-কমার্স সাইটটি এই সেলের একাধিক ডিল সম্পর্কে জানিয়েছে। পাশাপাশি তারা বলেছে যে, ক্রেতারা ১৩ই সেপ্টেম্বর থেকেই এই ডিলগুলির সুবিধা নিতে পারবেন। যদিও আসল সেল ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং প্রাইম মেম্বাররা ২৪ ঘন্টা আগে থেকে ডিলগুলি উপভোগ করতে পারবেন। যদি আপনার বাজেট ১৫,০০০ টাকার কম হয়, তাহলে এই ১০টি ফোন সেল থেকে আপনি কিনতে পারবেন।

Amazon Great Indian Festival সেলে ১৫ হাজার টাকার কমে স্মার্টফোন

iQOO Z10 Lite 5G

ফোনটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এতে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি, মিলিটারি গ্রেড বিল্ড, ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং IP64 রেটিং আছে।

POCO M6 Plus 5G

সেলে ফোনটি ১০,২৯৯ টাকায় বিক্রি হবে। এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০৩০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর এবং আইপি৫৩ রেটিং রয়েছে।

Redmi 15 5G

রেডমির এই হ্যান্ডসেটটি সেল চলাকালীন ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে আছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।

Redmi 14C 5G

Redmi 14C 5G মডেলটি ৮,৯৯৯ টাকায় অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে তালিকাভুক্ত থাকবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে।

Realme NARZO 80x 5G

Amazon Great Indian Festival সেলে ফোনটি পাওয়া যাবে মাত্র ১১,৪৯৯ টাকায়। এটি ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং আইপি৬৯ রেটিং সহ এসেছে।

Tecno POP 9 5G

সেলে সমস্ত অফারের লাভ ওঠাতে পারলে এই হ্যান্ডসেটটি ৮,৫৫০ টাকায় কেনা যাবে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং এনএফসি সাপোর্ট।

Honor X7c 5G

অনারের এই স্মার্টফোনটা ১৩,৯৯৯ টাকায় অর্ডার করতে পারবেন। ফিচার হিসেবে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Note 50x

ইনফিনিক্সের এই ফোনটি ১০,৭৪৯ টাকা কার্যকর মূল্যে পাওয়া যাবে। এটি ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং মিলিটারি-গ্রেড বিল্ড সহ এসেছে।

Lava Bold N1 5G

৭০০০ টাকার কমে অর্থাৎ ৬,৭৪৯ টাকায় বিক্রি হবে লাভার এই ডিভাইস। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ইউনিসক টি৭৬৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Samsung Galaxy M35

Amazon Great Indian Festival সেলে Galaxy M35 স্মার্টফোনটি ১৫,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৬০০০ এমএএইচ ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, এআই সাপোর্ট, এক্সিনোস ১৩৮০ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।