মোবাইল

জলের দরে ফ্লিপ স্মার্টফোন, Amazon Republic Day সেলে বিরাট ছাড়ে দামী দামী ফোন

Published on:

Top 3 deals on flip Smartphone on Amazon Republic Day Sale

বর্তমান সময়ে ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা অনেক বেড়েছে, যেকারণে ডিভাইসগুলির দাম কমেছে। আর এই মুহূর্তে আপনি যদি ক্ল্যামশেল স্টাইলের ফ্লিপ ফোন কিনতে চান তাহলে আরও ছাড় পাবেন। আসলে অ্যামাজনে শুরু হওয়া গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন ডিভাইসগুলি অফারের সাথে পাওয়া যাচ্ছে। চলুন 3 টি জনপ্রিয় ফ্লিপ স্মার্টফোনের উপর কি কি ডিল পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Infinix Zero Flip 5G

ইনফিনিক্স জিরো ফ্লিপ 5G এর 8 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 39 শতাংশ ছাড়ে 48,999 টাকায় পাওয়া যাচ্ছে। অ্যামাজন পে দিয়ে পেমেন্ট করলে 1,469 পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডেও 2,000 টাকা ছাড় দেওয়া হবে। এই ডিভাইসে 6.9-ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে এবং 3.64-ইঞ্চি কভার ডিসপ্লে, মিডিয়াটেক চিপ 8020 প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার এতে 4720mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

WhatsApp Community Join Now

TECNO Phantom V Flip 5G

Tecno স্মার্টফোনটি এই লিস্টের সবচেয়ে সস্তা ফ্লিপ ফোন, অ্যামাজনে 64% ছাড়ের সাথে মাত্র 22,999 টাকায় উপলব্ধ। এই মূল্য 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফিচারের কথা বললে, এতে 6.9 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 1.32 ইঞ্চি কভার ডিসপ্লে আছে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 প্রসেসর দ্বারা চালিত এবং ফটোগ্রাফির জন্য 64MP প্রাইমারি ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত।

Samsung Galaxy Z Flip 5

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5 এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 59,990 টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে 42 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্টে 1,799 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে 2,000 ডিসকাউন্ট মিলবে। এই ফোনে 6.7-ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 3.4-ইঞ্চি কভার ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন