মোবাইল

বাজারের সেরা ৫ গেমিং স্মার্টফোন, RedMagic 10S Pro থেকে Poco F7 Ultra আছে লিস্টে

স্মার্টফোনে গেম খেলার প্রবণতা ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে। এই কারণে বেশ কয়েকটি ব্র্যান্ড এখন ডেডিকেটেড গেমিং স্মার্টফোন বাজারে আনছে। পাশাপাশি ফ্ল্যাগশিপ ফোনগুলিকেও গেমিংয়ের জন্য উপযুক্ত করে ডেভেলপ করা হচ্ছে। বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে গেমারদের জন্য বিশেষ বাটন, উন্নত কুলিং সিস্টেম সহ নতুন নতুন মোড দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা এই মুহূর্তে বাজারের সেরা ৫টি গেমিং ফোনের বিষয়ে বলবো, যার মধ্যে Nubia ও Asus এর ডিভাইস আছে।

RedMagic 10S Pro

গেমারদের জন্য বিশেষ ভাবে তৈরি Nubia-র RedMagic 10S Pro ফোনটি। এতে আছে ৬.৮৫ ইঞ্চি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এতে আছে ইন-ডিসপ্লে ক্যামেরা, আর পেছনে আধা-স্বচ্ছ ডিজাইন, RGB লাইট, এবং গেমারদের পছন্দসই অ্যাঙ্গুলার কাট। তাপ নিয়ন্ত্রণের জন্য এই স্মার্টফোনে ইন-বিল্ট ফ্যান ও ভেপর চেম্বারযুক্ত কুলিং সিস্টেম উপস্থিত। আর পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৭০৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Asus ROG Phone 9 Pro

Asus ROG Phone 9 Pro হল পুরোপুরি একটি গেমিং ফোন। এতে আছে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের LTPO ডিসপ্লে, সাইড ইউএসবি-সি পোর্ট, আর উন্নত তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড সেন্সর, ৩x জুম লেন্স ও গিম্বাল সাপোর্ট। এই গেমিং ডিভাইসে আছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম।

Samsung Galaxy S25 Ultra

স্যামসাংয়ের এস সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এই ডিভাইসটি যদিও গেমিং ফোন হিসেবে বাজারে আসেনি, কিন্তু এটি পারফরম্যান্সে পিছিয়ে নেই। এতে পাওয়া যাবে ৬.৯ ইঞ্চি ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর, ও ৭ বছরের সফটওয়্যার আপডেট’। এতে আছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung DeX, আর IP68 রেটিং।

iPhone 16 Pro Max

গতবছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 16 Pro Max মডেলটি A18 Pro চিপের দৌলতে ধারালো পারফরম্যান্স দেয়, আর iOS গেম অপটিমাইজেশনের কারণে অ্যান্ড্রয়েডের চেয়ে অনেক গেম এতে আরও ভালো চলে। সাথে রয়েছে NVMe স্টোরেজ, ১২০ হার্টজ OLED স্ক্রিন আর 3D স্ট্যাবিলাইজড ক্যামেরা।

Poco F7 Ultra

মিড রেঞ্জে আসা Poco F7 Ultra ফিচারের কারণে গেমারদের মন জয় করে নিয়েছে। এতে আছে ১৬ জিবি র‌্যাম, ৩২০০ নিটস কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, ও ১২০ ওয়াট চার্জিং। ক্যামেরার ক্ষেত্রে ২.৫এক্স জুম, ৩২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। ডিভাইসটি IP68 রেটিং সহ এসেছে।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

13 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

13 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

13 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.