জুলাই মাসে একঝাঁক স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। OnePlus, Samsung, Motorola সহ বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের ফোন এই মাসে বাজারে আসছে। এই ডিভাইসগুলির দাম প্রায় ৫ হাজার টাকা থেকে শুরু হয়েছে। আবার সবচেয়ে প্রিমিয়াম মডেলের দাম থাকবে প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। এই ফোনগুলি 5G কানেক্টিভিটি, দুর্দান্ত ক্যামেরা, বড় ডিসপ্লে আর ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে, এর সঙ্গে থাকবে AI ফিচার ও কার্ভড স্ক্রিন।
আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড ৫ সিই। এরমধ্যে বেস মডেলে থাকতে পারে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। দাম শুরু হতে পারে ৩৫,০০০ টাকা থেকে।
জুলাইয়ের শেষ সপ্তাহে বাজারে আসতে পারে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ডিভাইস জেড ফোল্ড ৭। এতে ৮ ইঞ্চি ইনার ডিসপ্লে, ৬.৫ ইঞ্চি কভার স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১২ জিবি র্যাম, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে। এর সাথে মিলতে পারে এস পেন সাপোর্ট ও ৪৪০০ এমএএইচ ব্যাটারি। এর দাম রাখা হতে প্রায় ১.৫ লাখ টাকার আশপাশে।
জুলাইয়ের ১৫-২২ তারিখের মধ্যে আসছে রিয়েলমি জিটি নিও ৭। এই ফোনে থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডাইমেনসিটি ৯৩৫০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর দাম শুরু হতে পারে প্রায় ৩৫,০০০ টাকা থেকে।
৮ জুলাই লঞ্চ হবে একেবারে নতুন AI+ ব্র্যান্ডের Nova 5G ও Pulse 4G ফোন। দাম শুরু হতে প্রায় ৫,০০০ টাকা থেকে। Flipkart এক্সক্লুসিভ এই ফোনগুলি মেড ইন ইন্ডিয়া হবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক NxtQuantum ওএস সহ আসবে।
৯ জুলাই দুপুর ১২টায় লঞ্চ হবে মোটো জি৯৬ ৫জি। এটি চারটি রঙে পাওয়া যাবে। এতে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা ও OIS সাপোর্ট। এছাড়া থাকবে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি।
৩ জুলাই ভারতের বাজারে আসছে ওপ্পো রেনো ১৪ প্রো ও রেনো ১৪ ৫জি। এই সিরিজে থাকবে ৬.৮৩ ইঞ্চি স্লিম AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট। ফোনগুলি IP68+IP69 রেটিংসহ আসছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.