সুমন পাত্র, কলকাতা: মার্চ মাস শেষ হওয়ার দ্বার প্রান্তে আমরা এবং শেষ সপ্তাহে একাধিক টেক ব্র্যান্ড নতুন মোবাইল ফোন ভারতীয় বাজারে আনতে চলেছে। আর এই মোবাইল ফোনগুলি লো বাজেট সেগমেন্টে আসবে, যাদের দাম ১৫ হাজার টাকার কম রাখা হতে পারে। এই প্রতিবেদনে আমরা ২৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে লঞ্চ হতে চলা স্মার্টফোনের বিষয়ে জানাতে চলেছি।
মার্চ মাসে লঞ্চ হতে চলা স্মার্টফোন
Acer Smartphone
লঞ্চের তারিখ – ২৫ মার্চ
এসার ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কয়েকদিন আগেই সংস্থাটি শপিং সাইট অ্যামাজনের মাধ্যমে ‘The Next Horizon’ ট্যাগলাইনের মাধ্যমে এই আসন্ন ফোনকে টিজ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসার স্মার্টফোন ২৫ মার্চ লঞ্চ হবে। আশা করা হচ্ছে বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে আসবে। এগুলি ১৫ হাজার টাকার কম দামে লঞ্চ হবে এবং মিডিয়াটেক প্রসেসর চালিচ হবে।
Realme C71
লঞ্চের দিন – ২৫ মার্চ
91mobiles তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, রিয়েলমি ভারতীয় বাজারে ‘সি’ সিরিজের ডিভাইস লঞ্চ করেছে। ব্র্যান্ডের তরফে আগামীকাল অর্থাৎ ২৫ মার্চ রিয়েলমি সি৭১ এবং রিয়েলমি সি৭৫ ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনের স্পেসিফিকেশনগুলি এখনও সামনে আসেনি, কিন্তু আশা করা হচ্ছে যে এটি ৮ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এই ফোনে মিডিয়াটেকের প্রসেসর এবং ৪ জিবি র্যাম থাকতে পারে।
Realme C75
লঞ্চের দিন – ২৫ মার্চ
Realme C71 এর সাথে C75 আগামী ২৫ মার্চ ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটি ৪ জিবি র্যাম এবং ৬ জিবি র্যাম সহ আসতে পারে। আবার ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি মোবাইল ফোনে এফ/১.৮ অ্যাপারচারযুক্ত ক্যামেরা সেন্সর থাকতে পারে। এই স্মার্টফোনটি মিডনাইট লিলি, পার্পল ব্লসম এবং লিলি হোয়াইট কালারে আসবে।
Infinix Note 50x 5G
লঞ্চের তারিখ – ২৭ মার্চ
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসরের সাথে লঞ্চ হবে, যার দাম ১২ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। কোম্পানির তরফে বলা হয়েছে, ডিভাইসটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৪ রেটিং সহ আসতে পারে। এই ৫জি মোবাইলে ৫,৫০০mAh ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে। এছাড়া স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। ভারতীয় বাজারে এই ফোন ৬ জিবি র্যাম সহ বিক্রি হবে।