৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও বাহুবলী ১০৬০০mAh ব্যাটারি সহ বাজারে আসছে এই স্মার্টফোন

Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। এটি আগেই চীনের বাজারে পা রেখেছে। এই স্মার্টফোনের মূল আকর্ষণ এর ১০৬০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এটি রাগড ডিজাইন সহ এসেছে, ফলে কঠিন পরিবেশেও এটি ব্যবহার করা যাবে। আসুন গ্লোবাল মার্কেটে আসার আগে ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার জেনে নেওয়া যাক।
Ulefone Armor 28 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
Armor 28 Pro ডিভাইসে পাওয়া যাবে ডুয়েল AMOLED ডিসপ্লে, যা অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার সাপোর্ট করে। এই ডিসপ্লে ২২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। ফোনটির রাগড ডিজাইন একে জল, ধুলো ও আঘাতের হাত থেকে সুরক্ষিত রাখে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি চিপসেট ব্যবহার করা হবে। এটি ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এর সাথে থাকবে AI অবজেক্ট রিমুভাল ফিচার।
Ulefone Armor 28 Pro ডিভাইসে দেওয়া হবে ১০,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে Sony IMX989 সেন্সরের ১ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। রাতের অন্ধকারেও দুর্দান্ত ছবি তোলার জন্য থাকবে ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ভিশন ক্যামেরা।