মোবাইল

10 হাজার টাকার কমে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার Samsung ফোন কেনার সুযোগ

Published on:

Under 10000 Samsung smartphone with 6000mah battery 50mp camera available on Flipkart

আপনি যদি 10 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে স্যামসাংয়ের একটি ডিভাইস বেছে নিতে পারেন। এই ফোনের নাম Samsung Galaxy F13। এই স্যামসাংয়ের হ্যান্ডসেটটি এখন সস্তায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! ফ্লিপকার্টে এখন চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে 2000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে ফোনটি।

Samsung Galaxy F13 অফারের সাথে কেনার সুযোগ

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি F13 এর 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 2009 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এই ডিভাইসটি 11,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে 9990 টাকায় বিক্রি হচ্ছে।

WhatsApp Community Join Now

এর পাশাপাশি, আপনি এর সাথে ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন। আসুন স্যামসাং গ্যালাক্সি F13 এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy F13 এর বিশেষত্ব

স্যামসাং গ্যালাক্সি F13 ডিভাইসে আছে 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। স্মার্টফোনটি Exynos 850 প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সেটআপের কথা বললে, এই ডিভাইসে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2-মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন