মাত্র 7499 টাকায় 5G ফোন, Samsung Galaxy M06 ফোন সর্বনিম্ন দামে এখানে বিক্রি হচ্ছে

ভারতে Samsung ব্র্যান্ডের ফোন ব্যাপক জনপ্রিয়। কোম্পানিটি বিভিন্ন রেঞ্জে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন অফার করে। আপনি এই মুহূর্তে মাত্র ৭,৪৯৯ টাকা খরচ করে এই ব্র্যান্ডের 5G ডিভাইস কিনতে পারবেন। এই হ্যান্ডসেটের নাম Galaxy M06 5G। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon বর্তমানে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোনটিকে সবচেয়ে কম দামে তালিকাভুক্ত করেছে। ফিচার হিসেবে এতে আছে একাধিক 5G ব্যান্ডের সমর্থন, বড় ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আর Samsung Galaxy M06 5G এর সাথে চার বছর পর্যন্ত আপডেট পাওয়া যাবে।

বিশেষ ছাড়ে কিনুন Samsung Galaxy M06 5G

Samsung Galaxy M06 5G ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। ক্রেতারা ইএমআই অপশনের পাশাপাশি ক্যাশব্যাক অফারের লাভ ওঠাতে পারবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৭,১২৪ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।।

তবে মনে রাখবেন যে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি এর সাথে কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন তা সম্পূর্ণ নির্ভর করবে পুরাতন ফোনের মডেল এবং অবস্থার উপর। স্মার্টফোনটি সেজ গ্রিন এবং ব্লেজিং ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Samsung Galaxy M06 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Galaxy M06 5G ডিভাইসের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক‌ ওয়ান ইউআই ৭.০ সফ্টওয়্যার স্কিনে চলে। আর মাত্র ৮.০০ মিয়ি পুরু এই স্মার্টফোনে ১২টি 5G ব্যান্ড সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Galaxy M06 5G এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।