মোবাইল

3000 টাকা ডিসকাউন্ট, সস্তা OnePlus Nord CE 4 Lite 5G এখন আরও সস্তায় কেনার সুযোগ

Published on:

Up to rs 3000 off on OnePlus Nord CE 4 Lite 5G Smartphone in Amazon

আপনি যদি 20 হাজার টাকার কম দামে একটি ভালো OnePlus স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। অ্যামাজনের ডিল অফ দা ডে সেকশনে ওয়ানপ্লাস ‘নর্ড’ সিরিজের লেটেস্ট ফোন OnePlus Nord CE4 Lite 5G দারুণ ছাড়ে তালিকাভুক্ত আছে। এই স্পেশাল ডিলে ওয়ানপ্লাস ফোনের সাথে সরাসরি 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়ানপ্লাসের এই বাজেট রেঞ্জের ডিভাইসে 5,500mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা পাওয়া যাবে।

OnePlus Nord CE 4 Lite 5G ফোনের সাথে অসাধারণ ডিল

ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G এর 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে এই অফার পাওয়া যাচ্ছে। এই স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 2000 টাকা সরাসরি ছাড়ের পরে 17,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। সাথে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট।

WhatsApp Community Join Now

আপনি আইসিআইসিআই এবং আরবিএল ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অতিরিক্ত 1000 টাকা ছাড় আদায় করে নিতে পারবেন। অর্থাৎ মোট 3000 টাকা ডিসকাউন্ট পাবেন। সাশ্রয়ী মূল্যের এই ওয়ানপ্লাস ফোনটি সুপার সিলভার, মেগা ব্লু এবং আল্ট্রা অরেঞ্জ কালার অপশনে এসেছে। উল্লেখ্য, এই OnePlus ফোনটি 19,999 টাকায় লঞ্চ হয়েছিল।

OnePlus Nord CE 4 Lite 5G এর বিশেষ ফিচার

ওয়ানপ্লাস ফোনে 120Hz রিফ্রেশ রেটের 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিনে চলে। এতে 5500mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 20 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে ফোনটি।

ক্যামেরা সেটআপের কথা বললে, নর্ড সিই 4 লাইট 5G মডেলে ওআইএস সমর্থন সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ইআইএস সাপোর্টসহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে নাইট, প্রো, পোর্ট্রেট, স্লো মোশন এবং ডুয়াল ভিউ ভিডিওর মতো ফিচার আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন