Realme 15T আগামী মাসে লঞ্চ হচ্ছে, EEC ও TKDN সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 15 5G সিরিজ। এরই মধ্যে সিরিজের নতুন একটি মডেল নিয়ে চর্চা শুরু হল। এই ফোনের নাম Realme 15T। আজ এই নতুন স্মার্টফোনকে EEC (ইউরোপিয়ান ইকোনমিক কমিশন) এবং TKDN (ইন্দোনেশিয়ান সার্টিফিকেশন অথরিটি) ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এই সার্টিফিকেশন সাইট দুটি থেকে ডিভাইসটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আশা করা যায় Realme 15T শীঘ্রই ইউরোপ এবং ইন্দোনেশিয়া–সহ ভারতে পা রাখবে।

Realme 15T পেল EEC ও TKDN থেকে অনুমোদন

উভয় সার্টিফিকেশন সাইটে Realme 15T ফোনটি RMX5111 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এটি Realme 14T এর উত্তরসূরি হিসেবে এসেছে। EEC সার্টিফিকেশন সাইটে হ্যান্ডসেটটি ‘RU0000061610’ নম্বরে সার্টিফায়েড হয়েছে। আর এই সার্টিফিকেশনটি ২০৩৩ সালের ১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। অন্যদিকে TKDN সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এতে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে।

Realme 15T পাওয়া যাবে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে

এর আগে সামনে এসেছিল যে, রিয়েলমি ১৫টি স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে, এগুলি হতে পারে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। আর কালার অপশনের কথা বললে, এটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যেতে পারে – স্যুট টাইটেনিয়াম, সিল্ক ব্লু ও ফ্লোয়িং সিলভার।

Realme 15T এর সম্ভাব্য লঞ্চের তারিখ

আশা করা হচ্ছে, Realme 15T ভারতে আগস্ট ২০২৫-এর মধ্যে লঞ্চ হতে পারে। এই ডিভাইসের সাথে Realme 15 Lite মডেলটিও বাজারে আসতে পারে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। যেহেতু লঞ্চের সময় একেবারেই দোরগোড়ায়, তাই আশা করা যায় শীঘ্রই এদের সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।