BSNL Annual Plan: বেঁচে গেল কোটি কোটি গ্রাহক, সবচেয়ে সস্তায় 425 দিনের প্ল্যান আনল BSNL

Jio, Airtel, Vi এবং BSNL দেশের চারটি প্রধান টেলিকম কোম্পানি। এই চারটি কোম্পানি তাদের কোটি কোটি গ্রাহকদের বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। এর সাথে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন অফারও দেয়। সম্প্রতি BSNL-এর তরফ থেকে একটি রিচার্জ প্ল্যান (Recharge Plan) আনা হয়েছে, যেখানে বেসরকারি কোম্পানিগুলি যথেষ্ট চাপে পড়বে।

কারণ জিও, এয়ারটেল এবং ভিআইয়ের পোর্টফোলিওতে যেখানে সর্বাধিক 365 দিনের প্ল্যান রয়েছে সেখানে বিএসএনএল এই প্ল্যানে 425 দিনের বৈধতা অফার করছে। বিএসএনএলের এই প্ল্যান তাদের জন্য আদর্শ, যারা বারবার রিচার্জ করতে চান না।

BSNL এর সস্তা প্ল্যানে সকলের ঘুম উড়েছে

BSNL এখন 2399 টাকার একটি চমৎকার প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সুবিধাগুলির কথা বললে, এখানে 425 দিন ধরে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। ফ্রি কলিংয়ের সাথে কোম্পানি প্রতিদিন 100 ফ্রি এসএমএসও অফার করে।

আবার আপনি ওটিটি স্ট্রিমিং, ক্রিকেট ম্যাচ লাইভ ইত্যাদি কাজের জন্য বিএসএনএল এই প্ল্যানে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট ডেটা দিচ্ছে। এখানে গ্রাহকরা মোট 850GB হাই স্পিড ডেটা পাবেন। প্রতিদিন 2GB পর্যন্ত ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে। তবে মনে রাখবেন যে দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 40Kbps হবে।